
আর্জেন্টিনার জাতীয় দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল অবশেষে পাড়ি জমালেন মেজর লিগ সকারে (এমএলএস)। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে মেসির ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। ক্লাবটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে এক বছরের জন্য ধারে (লোন) মায়ামিতে খেলবেন ডি পল। তবে ২০২৬ সাল পর্যন্ত স্থায়ীভাবে চুক্তি করার সুযোগ রাখা হয়েছে।
বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘রদ্রিগো এমন এক খেলোয়াড়, অনেক বছর ধরে আমি যার প্রশংসা করে আসছি। যে দলের হয়েই সে খেলেছে, তাদের জন্য অনেক কিছু এনেছে– বিশেষ করে আর্জেন্টিনার জন্য। মায়ামি ও এমএলএসে আরও একজন বিশ্বকাপজয়ী তারকাকে স্বাগত জানাতে আমি উত্তেজনাবোধ করছি।’
আরও পড়ুন:
এই ঘটনায় মেসি ভীষণ হতাশ হয়েছেন : ইন্টার মায়ামি
২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
ডি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানিয়ে দেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তারা এই ৩১ বছর বয়সী মিডফিল্ডারকে বিদায় জানায়।
২০২১ সালে উদিনেজ থেকে অ্যাতলেটিকোতে যোগ দেওয়া ডি পল চার মৌসুমে ক্লাবটির হয়ে ১৮৭টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪টি এবং অ্যাসিস্ট করেছেন ২৬ টি।
ক্রিফোস্পোর্টস/ ২৬ জুলাই ২৫/ এমএ
