Connect with us
ক্রিকেট

যুব ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার

Jorich van Schalkwyk
ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন জোরিখ ফন চকভিক। এসএ ক্রিকেট

যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার জোরিখ ফন চকভিক। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এই অসাধারণ কীর্তি গড়েছেন প্রোটিয়া এই তরুণ ব্যাটার।

শুক্রবার (২৫ জুলাই) থেকে জিম্বাবুয়েতে শুরু হয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজ। হারারের সানরাইজ স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের যুবাদের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার যুবারা। আর সেখানেই ইতিহাসগড়া এক ইনিংস খেলেন জোরিখ ফন চকভিক।

আগে ব্যাট করতে নেমে ১৫৩ বলে ২১৫ রানের ইনিংস খেলেন জোরিখ। ১৯ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। যুবাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। এর আগে সর্বোচ্চ ছিল ১৯১ রান। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটার হাসিতা বোয়াগোদা।




আরও পড়ুন:

» রুটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে বড় লিডের পথে ইংল্যান্ড

» ২০২৫ সালে বাংলাদেশের হয়ে কোনো টি-টোয়েন্টি হারেননি মুস্তাফিজ


অবশ্য যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় সেরা দশে জোরিখেরই দুটি ইনিংস। গত ২২ জুলাই বাংলাদেশের যুবাদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৬৬ রান করে অপরাজিত ছিলেন এই তরুণ। যা এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় ১০ নম্বরে আছে।

এদিন জোরিখের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৩৮৫ রা সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় রান। সার্বিকভাবে তালিকার নয় নম্বরে আছে ইনিংসটি। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে। ২০০২ সালে কেনিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৮০ রান তুলেছিল অস্ট্রেলিয়ার যুবারা।

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট