
বয়স মাত্র ১৭ বছর ১৪৭ দিন। আর এই বয়সেই ইংলিশ কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়লেন ফারহান আহমেদ। নটিংহ্যামশায়ারের এই বাঁহাতি স্পিনার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তুলে নিয়েছেন হ্যাটট্রিকসহ ৫ উইকেট, গড়েছেন একাধিক রেকর্ড।
মাত্র চার ওভার বল করে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন ফারহান। হ্যাটট্রিক করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে পরপর তিন বলে ফেরিয়ে। এর আগে ইনিংসের শুরুতেই অধিনায়ক কিটন জেনিংস ও ক্রিস গ্রিনকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এই কীর্তির মধ্য দিয়ে ফারহান হয়েছেন বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার, যিনি টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেছেন। একই সঙ্গে তিনি নটিংহ্যামশায়ারের ইতিহাসেও জায়গা করে নিয়েছেন- টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করা প্রথম বোলার এখন ফারহান আহমেদ।
আরও পড়ুন :
» যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত
» বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (২০ জুলাই ২৫)
তবে পাঁচ উইকেট নেওয়ার পরও ম্যাচসেরার পুরস্কার ওঠেনি তার হাতে। ঝোড়ো ৭৫ রানের ইনিংস খেলে নটিংহ্যামশায়ারের টম মুরস হয়েছেন ম্যাচসেরা। ল্যাঙ্কাশায়ারকে মাত্র ১২৬ রানে থামিয়ে ১৫.২ ওভারেই ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নটিংহ্যামশায়ার।
চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন ফারহান, তার ইকোনমি রেট ৮.০৯।
ক্রিকেট পরিবার থেকে আসা এই তরুণের আরেকটি পরিচয়- সে ইংল্যান্ড জাতীয় দলের স্পিনার রেহান আহমেদের ছোট ভাই। বড় ভাইয়ের পথ ধরেই গত বছর ১৬ বছর ১৮৯ দিন বয়সে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল ফারহানের। ট্রেন্ট ব্রিজে সারের বিপক্ষে ১৪০ রানে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার। সে ম্যাচেই ১০ উইকেট পূর্ণ করে ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেওয়ার ইতিহাসও গড়েছেন।
ক্রিফোস্পোর্টস/২০জুলাই২৫/এসএ/এনজি
