Connect with us
ক্রিকেট

বোলার হিসেবে মিরপুরে খেললে ক্যারিয়ারের আরো উন্নতি হতো : লিটন

Litton Das_press
লিটন দাস। ছবি- বিসিবি

মিরপুরের উইকেট নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। স্লো উইকেটের কারণে এই সুবিধা করতে পারেন না খেলোয়াড়েরা। বিশেষ করে ব্যাটারদের রান তুলতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়। যে কারণে এই উইকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলও করে থাকেন সমর্থকেরা।

২০২১ সালে মিরপুরের উইকেটে প্রথমে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে, এরপর নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সিরিজের বেশিরভাগ ম্যাচই ছিল লো-স্কোরিং। দুটো সিরিজেই বাংলাদেশ জয় পেলেও ব্যর্থ হন ব্যাটাররা। সে সময় বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটারদের পারফরম্যান্স বিবেচনা না করার অনুরোধ জানিয়ে বলেছিলেন, এই পিচে কোনো ব্যাটার ১০-১৫ ম্যাচ খেললে তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে।

পরবর্তী সময়েও মিরপুরের উইকেটে খুব একটা পরিবর্তন আসেনি। তাই ২০২৫ সালে এসে সাকিবের সেই কথার সঙ্গে তাল মেলালেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন, মিরপুরে খেলে অনেক ব্যাটারের ক্যারিয়ারে অবনতি ঘটেছে। পাশাপাশি মজার ছলে তিনি বলেন, বোলার হলে মিরপুরের উইকেটে খেলে তার ক্যারিয়ারের আরেকটু উন্নতি হতো।


আরও পড়ুন:

» বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে আরো শক্তিশালী : পাকিস্তান অধিনায়ক

» বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখাবে দেশের ২টি টিভি চ্যানেল


পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমি একমত যে মিরপুরের উইকেটে খেলে অনেক ব্যাটারের ক্যারিয়ারে অবনতি হয়েছে। আমি যদি বোলার হতাম, হয়ত এই উইকেটে খেলে আমার ক্যারিয়ারের আরেকটু উন্নতি। অবশ্যই বাংলাদেশ দল এখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে। এটা আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। কিন্তু একইসঙ্গে ব্যাটারদের জন্য বড় একটি সমস্যা।’

তবে স্লো উইকেট হলেও সেটা দুই দলের জন্যই একই চ্যালেঞ্জ বয়ে আনবে। তাই জয়ের জন্য ভালো খেলার বিকল্প দেখছেন না লিটন, ‘এটা (মিরপুরের উইকেট) স্লো স্পোর্টিং উইকেট। তবে দুই দলের জন্যই জিনিসটা সমান থাকবে। এমন না যে আমরাই শুধু সুবিধা পাবো, প্রতিপক্ষ পাবে না। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটার আছে। তাই এখানে ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদের টার্গেট এটাই।’

আগামীকাল (রোববার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট