Connect with us
ক্রিকেট

বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে আরো শক্তিশালী : পাকিস্তান অধিনায়ক

Salman Ali Agha_Press
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সালমান আগা। ছবি- বিসিবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। আগামীকাল (রোববার) মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশের মাটিতে এই সিরিজকে বেশ চ্যালেঞ্জিং মনে করছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা।

ম্যাচের আগের দিন আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন সালমান আগা। সেখানে তিনি জানান, বাংলাদেশ সব ভেন্যুতেই বেশ ভালো দল, তবে ঘরের মাঠে তারা আরো বেশি শক্তিশালী। তাই এই সিরিজকে বেশ চ্যালেঞ্জিং মনে করেছেন এই পাক অলরাউন্ডার।

সালমান আগা বলেন, ‘বাংলাদেশ যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে তারা আরো বেশি শক্তিশালী। এট আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। তাই আমরা জানি যে, বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি এবং মাঠে নামতে প্রস্তুত।’


আরও পড়ুন:

» জাওয়াদ-আজিজুলদের ফিফটিতে বড় সংগ্রহ পেল বাংলাদেশ

» বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখাবে দেশের ২টি টিভি চ্যানেল


সবশেষ মে-জুনে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে সফরকারীদের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা। এই সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চায় দলটি।

সালমান আগা বলেন, ‘অতীতে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা এই সিরিজের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজে বল বাই বল এবং ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সিরিজের সবগুলো ম্যাচ জিততে পারলে খুব খুশি হব।’

গত ৯ বছরে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। সবশেষ জয় এসেছিল ২০১৬ সালের মার্চে এশিয়া কাপে। এরপর ১২ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। তবে সবগুলোতেই হেরেছে টাইগাররা। তবে এবার ঘরের মাটিতে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। এখন দেখার বিষয় এই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন লিটনরা।

আগামীকাল (রোববার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট