
চলমান ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রভিত্তিক এই ফ্রাঞ্চাইজিটির নেতৃত্বে আছেন এই টাইগার অলরাউন্ডার। এই টুর্নামেন্টটিতে ব্যাট হাতে ভিন্ন ভূমিকায় দেখা গেছে সাকিবকে। মায়ামির হয়ে ওপেনিং ব্যাটার হিসেবে খেলেছেন এই বাহাতি ব্যাটার।
সাধারণ তিন, চার কিংবা পাঁচে ব্যাট করে থাকেন সাকিব। তবে এই টি-টেন লিগে ওপেনিংয়ে ব্যাট করছেন তিনি। ওপেনিংয়ে নেমে প্রথম ম্যাচে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন এই তারকা।
শুক্রবার (১৮ জুলাই) টুর্নামেন্টে মায়ামি নিজেদের তৃতীয় ম্যাচে গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের মুখোমুখি হয়। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ১১ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন সাকিব। বিধ্বংসী এই ইনিংসে ৩টি চার ২টি ছক্কার মার ছিল। তার স্ট্রাইকরেট ছিল প্রায় ২৬৪।
আরও পড়ুন:
» ওপেনার নাঈম কেন চারে খেলেছিলেন, জানালেন নিজেই
» লিটন, মিরাজ নাকি তাইজুল- কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক?
এদিকে সাকিবের পাশাপাশি ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ৪৫ রান করেন এই লঙ্কান ব্যাটার। সাকিব-পেরেরার দুর্দান্ত ইনিংস ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ভর করে ১০ ওভারে ১১০ রান সংগ্রহ করে মায়ামি। ক্যামেনের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ঋষি ধাওয়ান ও জ্যাক জার্ভিস।
এই টুর্নামেন্টে এখনো কোনো জয়ের দেখা পায়নি মায়ামি। প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা। এর মধ্যে সাকিব প্রথম ম্যাচে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে ব্যাট হাতে ১৩ ও বল ২ উইকেট শিকার করেও দলকে জেতাতে পারেননি এই তারকা। এবার কেম্যানের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে মাঠে নেমেছেন সাকিবরা।
ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/বিটি
