
শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে হুট করেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এক বছরেও বেশি সময় দায়িত্ব পালনের পর জাতীয় দলে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টেনেছেন এই ব্যাটার। এখন আলোচনায় বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক। টাইগারদের সাদা পোশাকে শান্তর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কে?
পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন- এই আলোচনায় রয়েছে বেশ কয়েকটি নাম। প্রথম এই তালিকায় আছেন ওয়ানডের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস। দুইজনেই বেশ অভিজ্ঞ এবং টেস্ট দলে লম্বা সময় ধরে খেলছেন।
তবে অধিনায়কত্বের আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে তাইজুল ইসলামের নাম। সম্প্রতি টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এই সিনিয়র ক্যাম্পেইনার। সবমিলিয়ে এই তিন ক্রিকেটারের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
আরও পড়ুন:
» আবার সুযোগ রংপুরের, দ্বিতীয় শিরোপা জিতবে সোহানরা?
» গোল উৎসব করলো সাবিনা-ঋতুপর্ণারা, জিতলো ২২-০ গোলে
সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। তারও পছন্দের তালিকায় আছেন মিরাজ, লিটন ও তাইজুল। তবে বাশার মনে করেন, অধিনায়ত্ব যাকেই দেওয়া হয়, তিন যেন দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব পান।
বাশার বলেন, ‘প্রথমত, কমপক্ষে দুই বছরের জন্য কাউকে দায়িত্ব দিতে হবে। তাই যাকেই দেওয়া হোক, একটু চিন্তা-ভাবনা করে দিতে হবে। অধিনায়কত্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কোনো সুযোগ নেই। একজন দায়িত্ব নেওয়ার পর একটু লম্বা সময় পেলে দলটাকে নিয়ে পরিকল্পনা করতে পারবে। অল্প সময়ের জন্য অধিনায়কত্ব দিলে সেটা দলের জন্য ভালো হবে না।’
পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন এ প্রসঙ্গে বাশার বলেন, ‘অধিনায়ক হওয়ার দৌড়ে আমাদের দলে বেশ কয়েকজন ক্রিকেটারই আছে। মিরাজ আছে, লিটন আছে, তাইজুলও টেস্ট দলে নিয়মিত খেলছে। তবে এদের মধ্য থেকে যাকেই দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় খুব বেশি পার্থক্য হবে।’
তবে এই তিনজনের পাশাপাশি মুমিনুল হকের কথাও বলছেন ভক্ত-সমর্থকেরা। এর আগেও টেস্ট দলের নেতৃত্বে ছিলেন এই অভিজ্ঞ তারকা। তবে এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে বিসিবি। তিন ফরম্যাটে তিন অধিনায়ক, নাকি মিরাজ অথবা লিটনের মধ্য থেকেই কাউকে বেছে নিবে বোর্ড!
ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/বিটি
