
গ্লোবাল সুপার আবারও ফাইনালে বিপিএলের দল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানদের সামনে হাতছানি দিচ্ছে দ্বিতীয় শিরোপার। স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনাল খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোর পাঁচটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। খেলার আগে শেষ ম্যাচের অভিজ্ঞতাটা ভালো হয়নি রংপর রাইডার্সের। বৃহস্পতিবার রাতে গায়ানায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া লিগ পর্বের শেষ ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের কাছে ৭৯ রানে অলআউট হয়েছে বিপিএলের দলটি।
বিশ্বের ভিন্ন পাঁচ দেশের পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলের এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মর্যাদা নিয়ে রংপুর রাইডার্স টানা তিন জয়ে ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো। সেদিক থেকে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচটিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার উপলক্ষ পেয়েছিলেন নুরুল হাসান সোহানরা।
আরও পড়ুন :
»গোল উৎসব করলো সাবিনা-ঋতুপর্ণারা, জিতলো ২২-০ গোলে
»মাঠে না নেমেই বিরাট কোহলির বিরল কীর্তি, গড়লেন বিশ্বরেকর্ড
কিন্তু বৃষ্টির কারণে প্রথমে ১৭ ও পরে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে এক বল বাকি থাকতে অলআউট হয়ে যায় টস জিতে ব্যাটিং নেওয়া রংপুর। বাংলাদেশের দলটির পক্ষে সাইফ হাসান ২২ বলে ২৫ ও মাহিদুল ইসলাম ২০ বলে সমান রান করে দুই অংকে যেতে পারেন। পরে বৃষ্টির কারণে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ব্যাটিং করা হয়নি।
রংপুর প্রথম তিন ম্যাচে আগে ব্যাটিং করে জিতলেও কষ্ট করেছে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ১৬২ করে ৮ রানে, হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ১৫১ করে এক রানে, দুবাই ক্যাপিটান্সের বিপক্ষে ১৫৮ করে ৮ রানের জয় পায় তারা।
ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/এজে/এনজি
