
চলমান নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে সমানে সমানে লড়াই চলছে বাংলাদেশে ও নেপালের মধ্যে। চার ম্যাচে তিন জয় নিয়ে আজই বাংলাদেশকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছিল নেপাল। তবে বাংলাদেশ টানা চতুর্থ জয় তুলে নিয়ে পুনরায় শীর্ষস্থান দখল করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তৃষ্ণা রানী। এছাড়া একটি গোল করেন স্বপ্না রানী।
ভুটানকে হারিয়ে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে নেপাল।
আরও পড়ুন:
» দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
» বড় দুঃসংবাদ পেলেন বাংলাদেশের তারকা ফুটবলার
এদিন কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলা উপহার দেয় বাংলাদেশ। প্রথম গোলের আগে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। তবে কখনো প্রতিপক্ষের ভালো ডিফেন্ডিং আবার কখনো কখনো ভালো ফিনিশিংয়ের অভাবে সুযোগ মিস করে বাংলাদেশ।
ম্যাচের ৩৩ মিনিটে ভুটানের গোলপোস্টে আঘাত হানে বাংলাদেশ। তৃষ্ণা রানীর গোলে ১-০ তে এগিয়ে যায় লাল-সবুজের দল। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে ভুটান। তবে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় তৃষ্ণারা।
দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পান স্বপ্না রানী। তবে পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে এর কিছুক্ষণ পরেই ভুটানের জালে দ্বিতীয় আঘাত হানে বাংলাদেশ। দারুণ এক গোলে স্বাগতিকদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন কৃষ্ণা। জোড়া গোল পূর্ণ হয় তার।
পেনাল্টি মিস করলেও বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন স্বপ্না রানী। ম্যাচের ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন এই মিডফিল্ডার। এরপর গোল শোধের জন্য নেপালও বেশ কয়েকটি আক্রমণ চালায়। তবে বাংলাদেশের রক্ষণ ভেদ করে বল জালে জড়াতে ব্যর্থ হয় ভুটান। শেষ পর্যন্ত ৩-০ গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
আগামী ১৯ জুলাই নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৫/বিটি
