
আজ থেকে শুরু হচ্ছে ম্যাক্স সিক্সটি টি-টেন লিগের দ্বিতীয় আসর। কেম্যান আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের এবার আসরে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আজ হাসান। আজ রাতেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বোকা রেটন ট্রেইলব্লেজার্সের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।
মায়ামির হয়ে অধিনায়কত্বের ভূমিকায় দেখা যাবে সাকিবকে। আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে সাকিবকে অধিনায়ক করার বিষয়টি জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
সাকিবের সঙ্গে এই দলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের কেশরিক উইলিয়ামস, মার্ক দেয়াল, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা, শেহান জয়াসুরিয়া, অস্ট্রেলিয়া টম ও কর্নেল, আরব আমিরাতের জহুর খানের মতো ক্রিকেটাররা।
আরও পড়ুন:
» তিন ফিফটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পুঁজি পেল বাংলাদেশ
» পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হবে মায়ামি ব্লেজ ও বোকা রেটন ট্রেইলব্লেজার্স। কেম্যানের জিমি পাওয়েল ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এদিকে চলমান গ্লোবার সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন সাকিব। গতকাল (১৭ জুলাই) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি। দুবাইয়ের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জেতান সাকিব। তবে মাঝে পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে।
পুরো আসরে দুবাইয়ের হয়ে চার ম্যাচ খেলে ব্যাট হাতে এক ফিফটিসহ ৭২ রান করেন সাকিব। এছাড়া বল হাতে শিকার করেন ৪ উইকেট। এবার ভিন্ন এক টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার।
উল্লেখ্য, গত বছর ৫ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্ট। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স। এবারের আসরের দুই দল বেড়ে মোট ৭ দল অংশ নেবে।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৫/বিটি
