
শ্রীলঙ্কা সফর শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই লিটনদের। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ। মিরপুরে ম্যান ইন গ্রিনদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে টাইগাররা।
আসন্ন এই সিরিজের জন্য আজ (১৭ জুলাই) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান সিরিজের জন্য শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া স্কোয়াডেই ভরসা রেখেছেন নির্বাচকরা। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে এখানে কোনো পরিবর্তন আনা হয়নি।
আগামী ২০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২২ ও ২৪ জুলাই যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে । স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।
আরও পড়ুন:
» সিরিজ জয়ের ছবি দিয়ে মুস্তাফিজ লিখলেন, ‘আলহামদুলিল্লাহ’
» শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
এর আগে গত ৮ জুলাই দল ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আলী আগার নেতৃত্বে লিটনদের মোকাবিলা করবে দলটি। এবারও বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে ছাড়াই টাইগারদের বিপক্ষে খেলবে পাকিস্তান। এর আগেও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তারা।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মাটিতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ে পেয়েছে টাইগাররা। তাই পাকিস্তানকে ফিরতি সিরিজে হারানোর পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন লিটনরা।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৫/বিটি
