
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী আজ (১৬ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়া গ্লোবাল সুপার লিগে দুবাই এর মুখোমুখি হবে রংপুর।
এক নজরে টেলিভিশনের পর্দায় আজকের খেলা
ক্রিকেট
টি-টোয়েন্টি সিরিজ (৩য় ম্যাচ)
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
সন্ধ্যা সাড়ে ৭টা,
সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
আরও পড়ুন
» জাকের-শামীমকে ফিনিশিংয়ের ভূমিকায় চান কোচ
» বিশ্বকাপে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা
ত্রিদেশীয় টি-টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড
বিকেল ৫টা,
সরাসরি দেখাবে টি-স্পোর্টস টিভি ও অ্যাপ
মেয়েদের ওয়ানডে
ইংল্যান্ড বনাম ভারত
সন্ধ্যা ৬টা,
সরাসরি দেখাবে সনি স্পোর্টস-১।
গ্লোবাল সুপার লিগ
দুবাই বনাম রংপুর
রাত ৮টা,
সরাসরি দেখাবে সনি স্পোর্টস-৫।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/এসএ/এনজে
