
প্রায় বছরখানেক হতে চললো দেশের ক্রিকেটের পোস্টার বয় ও সবচেয়ে বড় তারকা দলে খেলছেন না। ক্রিকেটের কোনো ফরম্যাটে অবসর না নিয়েও রাজনৈতিক সঙ্কটের কারণে জাতীয় দলে ব্রাত্য হয়েছেন সাকিব আল হাসান। দলে তার শূন্যতাও দৃশ্যমান হয়েছে। কিন্তু এখনো ফেরানো হয়নি তাকে। তবে এই সঙ্কট সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের উপর ছেড়ে দেন। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যপট বদলায়নি। আবারও নির্বাচকদের সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে এবার সাকিবের সাথে কথা বলার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি।
গতকাল সোমবার (১৪ জুলাই) সংবাদমাধ্যমকে তিনি জানান, সাকিবকে এখনো পাওয়া যাবে। সব সংস্করণ থেকে সে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব। তার সঙ্গে সরাসরি কথা বলার পরই বোর্ডের অবস্থান স্পষ্ট হবে। যদিও সাকিবের সঙ্গে বেশকিছু দিন যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন :
»সাগরিকাকে মিস করবে বাংলাদেশ, ভুটানের বিপক্ষে পরিসংখ্যান কী?
» ৭০ বছর পর এবার এমন ‘দুঃস্বপ্ন’ দেখলো ওয়েস্ট ইন্ডিজ
জাতীয় দলের ভবিষ্যৎ গঠনে যারা দায়িত্বরত, সেই নির্বাচক প্যানেল ও ক্রিকেট পরিচালনা বিভাগের মতামতকেও প্রাধান্য দিতে চান বুলবুল। তার ভাষায়, সাকিবের সঙ্গে কথা বললেও এটা সম্পূর্ণ নির্ভর করছে যারা দল নির্বাচন করে, তাদের ওপর।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে জ্বলে ওঠেন সাকিব। ৫৮ রান ও ৪ উইকেট নিয়ে দলের জয়ে বিরাট ভূমিকা রেখে ম্যাচসেরা হন। পরের দুই ম্যাচে আর সেভাবে জ্বলে উঠতে পারেননি।
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/এজে/এনজি
