
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে গত আসরের সেরা ফুটবলার মোসাম্মৎ সাগরিকা এবারও দুর্দান্ত ফর্মে আছেন। দুই ম্যাচে করেছেন চার গোল- শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করার পর নেপালের বিপক্ষেও জালে বল পাঠিয়েছেন একবার।
তবে এমন ছন্দে থাকা সাগরিকাকে ছাড়াই আজ ভুটানের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। নেপালের বিপক্ষে আগের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখায় আজকের ম্যাচে খেলতে পারছেন না এই ফরোয়ার্ড।
তার নিষেধাজ্ঞা কত ম্যাচের, তা এখনও চূড়ান্ত নয়। বিষয়টি নির্ভর করছে সাফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের ওপর। ম্যাচ রেফারির রিপোর্ট পর্যালোচনা করে আজকের মধ্যেই নিষেধাজ্ঞার ব্যাপারে জানাবে কমিটি। এক থেকে তিন ম্যাচ পর্যন্ত সাসপেনশন হতে পারেন সাগরিকা ও নেপালের ডিফেন্ডার সিমরান রায়ের।
আরও পড়ুন :
» ৭০ বছর পর এবার এমন ‘দুঃস্বপ্ন’ দেখলো ওয়েস্ট ইন্ডিজ
» বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১৫ জুলাই ২৫)
এদিকে টুর্নামেন্টে ভারত না থাকায় নেপালকেই বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছিল। রোববার সেই ম্যাচে ৩–২ গোলে জয় পেয়ে বড় বাধা টপকে গেছে লাল-সবুজের মেয়েরা। আজ তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দলের সবাই।
ম্যাচের আগে সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, নেপালের সঙ্গে আমরা যা চেয়েছিলাম, সেটাই হয়েছে। আজ শুধু রিকভারি সেশন করেছি। কোচ ভুটান ম্যাচে আমাদের যেভাবে খেলতে বলবেন, সেভাবেই পারফর্ম করার চেষ্টা করব।
ভুটানের বিপক্ষে অতীত পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে। বয়সভিত্তিক সাফের গত দুই আসরেই বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ- একটি ম্যাচে চার গোল, অন্যটিতে পাঁচ গোলের ব্যবধানে হারিয়েছে হিমালয় কন্যাদের।
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/এসএ/এনজে
