
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেন রোস্টন চেজ। তবে ঘরের মাঠে তার নেতৃত্বের এই নতুন অধ্যায়ের শুরুটা দুঃস্বপ্নে রূপ নিয়েছে। সিরিজের তিনটি টেস্টেই হারের পর শেষটায় তারা গুঁড়িয়ে গেছে মাত্র ২৭ রানে, টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।
জ্যামাইকার সাবিনা পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাত্র ১৪.৩ ওভারেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ২০৪ রানের লক্ষ্য তাড়ায় এমন লজ্জাজনক ব্যাটিংয়ে চেজ নিজেই ম্যাচ শেষে দলের পারফরম্যান্সকে বলেন হৃদয়বিদারক এবং বিব্রতকর।
প্রথম ওভারেই মিচেল স্টার্কের দাপটে শুরু হয় ক্যারিবীয়দের পতন। প্রথম ওভারেই তিন উইকেট তুলে নিয়ে ধস নামান তিনি, শেষ পর্যন্ত ইনিংসের খরচা মাত্র ৯ রানে নেন ৬ উইকেট। তার সঙ্গী স্কট বোল্যান্ডও ইতিহাস গড়েছেন- টেস্ট ক্রিকেটে মাত্র দশম বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন তিনি।
আরও পড়ুন :
» লর্ডসে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতকে হারাল ইংল্যান্ড
» বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১৫ জুলাই ২৫)
টেস্ট ইতিহাসে এত কম রানে অলআউট হওয়ার নজির আছে মাত্র একবার। ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ প্রায় ৭০ বছর পর সেই বিব্রতকর রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ২২৫ রান। জবাবে ক্যারিবীয়রা অলআউট হয় ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে, এবার ১২১ রানে গুটিয়ে যায়। তবুও প্রথম ইনিংসের লিড মিলিয়ে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান। সেই লক্ষ্য ছোঁয়ার আগেই মাত্র ২৭ রানে অলআউট হয় রোস্টন চেজের দল।
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/এসএ/এনজে
