
১৯ বছর বয়সী তরুণ প্রতিভা রুনি বার্দগিকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গতি, ফুটবল দক্ষতা ও স্কোরিংয়ের সামর্থ্য দিয়ে অল্প বয়সেই ইউরোপের বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগ পেলেন সুইডেনের বয়সভিত্তিক দলে খেলা এই উইঙ্গার।
সোমবার (১৪ জুলাই) কাতালান ক্লাবটি এফসি কোপেনহেগেন থেকে তাকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে, যেখানে তিনি ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত খেলবেন।
বার্সেলোনার বিবৃতিতে তার ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি। কুয়েতে জন্ম নেওয়া এই ফুটবলার ২০২০ সালের গ্রীষ্মে কোপেনহেগেনে যোগ দেন এবং মাত্র দুই বছরের মধ্যেই ক্লাবটির শীর্ষ দলে জায়গা করে নিয়ে দ্রুতই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।
আরও পড়ুন:
» বাংলাদেশে ই-স্পোর্টসের আনুষ্ঠানিক স্বীকৃতি
» ভুটানের পারো এফসিতে বাংলাদেশি মেয়েদের গোল উৎসব
আগে থেকেই বার্দগিকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন ভাবা হচ্ছে। মাঝে গুরুতর এক চোটে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি, যা তার তরুণ বয়সে উন্নতিতে বড় বাধার সৃষ্টি করে। তবে চোট কাটিয়ে ফেরার পর নিজেকে আবার মেলে ধরতে খুব বেশি সময় নেননি তিনি।
কোপেনহেগেনের জার্সিতে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ জিতেছেন বার্দগি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলে ১৫টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/এসএইচএ
