Connect with us
ক্রিকেট

সাকিবের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

Shakib Al Hasan__Aminul Islam Bulbul
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন চলছে। ছবি- সংগৃহীত

জাতীয় দল থেকে এখনও পুরোপুরি অবসরে যাননি সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যেতে চান এই অলরাউন্ডার। তবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। তাই প্রায়ই তার জাতীয় দলের ফেরার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসছে।

মূলত বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ হতাশ সমর্থকেরা। সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর মতো সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পাচ্ছে দলটি। জাতীয় দলের পারফরম্যান্স দিনে দিনে অবনতি হচ্ছে। যার ফলে ধীরে ধীরে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সমর্থকেরা।

তবে জাতীয় দলের ক্রিকেটারদের এমন কঠিন সময়ে ব্যাটে-বলে দুর্দান্ত সময় পার করছেন সাকিব। চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের জার্সিতে এক ম্যাচে ৫৮ রানের পাশাপাশি ৪ উইকেট নিয়ে দলকে জেতান সাকিব। এই ম্যাচের পরেই পুনরায় আলোচনায় উঠে আসে সাকিবের জাতীয় দলে ফেরার প্রসঙ্গ।

সাকিবের এমন পারফরম্যান্সের পর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টে চাইলেই তাকে জাতীয় দলে ডাকতে পারবেন।

আরও পড়ুন:

» শেষ ওভারে দরকার ১ রান, পরপর ৫ উইকেট হারিয়ে টাই হলো ম্যাচ

» লর্ডস টেস্ট চলাকালেই দুঃসংবাদ পেল ভারত 

শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো দ্বিতীয় অপশন নেই। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। তার দলে ফেরা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। তারা এটা নিয়ে চিন্তা করছে।’

এবার সাকিবের দলে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলছেন, সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে বিসিবিতে কোনো আলোচনা হয়নি।

আজ (সোমবার) দেশের একটি অনলাইন গণমাধ্যমকে বুলবুল জানান, ‘না না। সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে কোনো ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এ ধরনের কোনো আলোচনা হলে তো বোর্ডে হবে। কিন্তু আমি বোর্ডে এখনও এমন কোনো আলোচনার ব্যাপারে কিছু শুনিনি। এটাই সত্য।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরের আলোচনা অনেকদিন ধরেই চলছে, তবে এখন আমরা এসব বিষয়ে অত বেশি আলোচনা করছি না। এই তথ্যটা আসলে গুজব কি না আমার জানা নেই, তবে বোর্ডের সভাপতি হিসেবে এতটুকু বলতে পারি যে, এ ধরনের কোনো আলোচনা হয়নি।’

প্রসঙ্গত, গেল বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন সাকিব। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর দেশে ফেরা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট