Connect with us
টেনিস

আলকারাজের স্বপ্ন ভেঙে উইম্বলডনের নতুন রাজা সিনার

চ্যাম্পিয়ন ও রানার্সআপের শিরোপা হাতে সিনার ও আলকারাজ। ছবি- সংগৃহীত

মাত্র ৩৫ দিন আগে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে পাঁচ সেটের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার এক মহাকাব্য লিখেছিলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। উইম্বলডনের ফাইনালেও তেমনই এক নাটকীয়তা প্রত্যাশিত ছিল। কিন্তু তা হতে দেননি ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। স্প্যানিশ তারকা আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে জিতলেন নিজের প্রথম উইম্বলডন ও চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা।

এই জয়ের মধ্য দিয়ে উইম্বলডনের এককে শিরোপা জেতা প্রথম ইতালিয়ান হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সী সিনার। আর আলকারাজ হারালেন টানা তৃতীয় উইম্বলডন জয়ের সুযোগ।

প্রথম সেটে এগিয়ে থেকেও পরের তিন সেটে সিনারের দাপটেই পিছিয়ে পড়ে হেরে যান দ্বিতীয় বাছাই আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেনে একই পরিস্থিতিতে ম্যাচ জিতে নিয়েছিলেন আলকারাজ। এবার উইম্বলডনে ঠিক উল্টোটা করলেন সিনার- প্রথম সেট হারার পর টানা তিন সেটে দারুণ ঘুরে দাঁড়িয়ে জিতলেন শিরোপা।


আরও পড়ুন:

»ক্লাব বিশ্বকাপ-২০২৫ : শিরোপা জিতে কত টাকা পেল চেলসি?

»ক্লাব বিশ্বকাপ মহারণে শেষ হাসি হাসলো চেলসি


উইম্বলডনে আলকারাজের শেষ হারও ছিল এই সিনারের বিপক্ষেই, ২০২২ সালে চতুর্থ রাউন্ডে। এবার সেই হারের পুনরাবৃত্তিই ঘটল, তবে এবার সেটি ফাইনালে।

সিনার ম্যাচ শেষে বলেন, তোমার সঙ্গে খেলা সব সময় কঠিন, কার্লোস। তবে কোর্টের বাইরেও আমাদের দারুণ সম্পর্ক আছে। তুমি এই ট্রফি আরও অনেকবার জিতবে।

আলকারাজ হারের পর বলেন, হার সব সময়ই কষ্টের। তবে সবার আগে সিনারকে অভিনন্দন জানাতে চাই। এই ট্রফির যোগ্য সে। সামনে আমরা আরও অনেকবার মুখোমুখি হব।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস