Connect with us
ফুটবল

ক্লাব বিশ্বকাপ-২০২৫ : শিরোপা জিতে কত টাকা পেল চেলসি?

আরাধ্য ট্রফি হাতে উল্লাস। ছবি- সংগৃহীত

পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে চেলসি আর এর সঙ্গে দলটি ঘরে তুলেছে রেকর্ড পরিমাণ পুরস্কার প্রায় ১ বিলিয়ন ডলার (৭২৬ মিলিয়ন পাউন্ড)। এটি ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ আর্থিক পুরস্কার হিসেবে ধরা হচ্ছে।

শুধু সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সেকে হারিয়ে চেলসি পায় ২২ মিলিয়ন পাউন্ড। আর ফাইনালে পিএসজির বিপক্ষে জয়ে তাদের আয় বাড়ে আরও ৭.৫ মিলিয়ন পাউন্ডে।

সর্বোচ্চ কত আয় করা সম্ভব?

ফিফার সর্বশেষ কাঠামো অনুযায়ী, ক্লাব বিশ্বকাপে কোনো দল সর্বোচ্চ ৯২ মিলিয়ন পাউন্ড পর্যন্ত আয় করতে পারে। যদিও পূর্বে এটি ছিল ৯৭ মিলিয়ন পাউন্ড; সাম্প্রতিক সপ্তাহে ডলার-পাউন্ড বিনিময় হারের পরিবর্তনের কারণে পুরস্কারের সর্বোচ্চ সীমায় সামান্য হ্রাস এসেছে।

তবে, চেলসি পুরো ৯২ মিলিয়ন পাউন্ড পাচ্ছে না। এর কারণ হলো- প্রতিটি দলের অংশগ্রহণ ফি আলাদা, যা নির্ধারিত হয় খেলাধুলা ও বাণিজ্যিক মানদণ্ড বিবেচনায়।

যেমন, জানা গেছে ম্যানচেস্টার সিটির ফি চেলসির চেয়ে বেশি ছিল।

কীভাবে ভাগ হয় এই পুরস্কার অর্থ?

টুর্নামেন্ট শুরুর পর পুরস্কার কাঠামো সবার জন্য সমান। ফিফা নির্ধারণ করেছে

গ্রুপ পর্বে প্রতি জয় ১.৫ মিলিয়ন পাউন্ড
> ড্র ৭.৫ লাখ পাউন্ড
> গ্রুপ পর্ব উত্তীর্ণ ৫.৪ মিলিয়ন পাউন্ড
> কোয়ার্টার ফাইনাল ৯.৫ মিলিয়ন পাউন্ড
> সেমিফাইনাল ১৫.২ মিলিয়ন পাউন্ড
> ফাইনালে ওঠা ২১.৮ মিলিয়ন পাউন্ড
> চ্যাম্পিয়ন দল অতিরিক্ত ৭.৫ মিলিয়ন পাউন্ড ও ট্রফি


আরও পড়ুন:

»ক্লাব বিশ্বকাপ মহারণে শেষ হাসি হাসলো চেলসি

»ভারত-ইংল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (১৪ জুলাই ২৫)


চেলসির মোট আয় কত?

চেলসি গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতে এগোয়, এরপর নকআউট পর্বে আধিপত্য বিস্তার করে ফাইনালে ওঠে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে নামার আগেই তারা উপার্জন করে প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড। এরপর শিরোপা জয়ে আরও ৭.৫ মিলিয়ন পাউন্ড যুক্ত হলে, মোট আয় দাঁড়ায় প্রায় ৮৭.৫ মিলিয়ন পাউন্ড।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল