Connect with us
ক্রিকেট

শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাঘিনীরা

Team bangladesh football Win
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেক ফেভারিট নেপালকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।

ম্যাচের একদম শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে জয় নিশ্চিত হয়। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণে এগিয়ে ছিল। ১৩ মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ৩৭ মিনিটে মোসাম্মৎ সাগরিকা গোল করে ব্যবধান ২-০ করেন।



দ্বিতীয়ার্ধে দু’দলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলে। ম্যাচের ৫৬ মিনিটে হাতাহাতির ঘটনায় বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে উভয় দল ১০ জনের দলে পরিণত হয়।


আরও পড়ুন:

» ইতিহাস গড়লো বাংলার মেয়েরা, প্রথম অংশগ্রহণেই ব্রোঞ্জ জয়!

» পৃথিবীর বিরল এক রেকর্ড হাতছানি দিচ্ছে পিএসজিকে


 

এরপরই ম্যাচের নাটকীয় মোড় নেয়। ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে আনিশা রায় গোল করে নেপালকে ম্যাচে ফেরান। ৮৬ মিনিটে মীনা দেউবার গোলে নেপাল সমতায় ফেরে। যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র হতে চলেছে, ঠিক তখনই অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তৃষ্ণা রানী জয়সূচক গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

চার দলের এই রাউন্ড-রবিন ভিত্তিক টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট