Connect with us
ফুটবল

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পরেও বাটলারের হতাশা প্রকাশ

Bangladesh women football team coach Peter Butler
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। ছবি- বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুটা বেশ ভালোভাবেই করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে দারুন জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বড় জয় পেলেও এদিন একাধিক কারণে নিজের হতাশা প্রকাশ করেছেন নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার।

এদিকে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে কর্দমাক্ত এবং ভারী হয়েছিল ঢাকায় কিংস অ্যারেনার মাঠ। যার কারনে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি উভয় দলের ফুটবলারই। বিষয়টি নিয়ে দুই দলের কোচ কিছুটা আক্ষেপ জানালেও প্রকৃতির ওপর হাত না থাকায় মেনে নিয়েছেন তারা। তবে বাটলারের হতাশা যেন এক গোল হজম করাতেই একটু বেশি।

গতকাল ম্যাচ শেষে এই ইংলিশ কোচ বলেন, ‘প্রথমত গতিময় এবং আক্রমণাত্মক খেলার জন্য কন্ডিশন কঠিন ছিল। আমি কেবলই অনুভব করছি, আমরা একটু বেশিই সুযোগ নষ্ট করেছি এবং আমি অল্প কয়েকজনকে খেলার সুযোগ দিতে পেরেছি। আমার দৃষ্টিতে কেউ খুবই ভালো করেছে, আবার কেউ হয়তো অতটা ভালো ছিল না। সাগরিকা দারুণ করেছে, নবীরন দৃঢ় মানসিকতার, শিখাও ভালো ছিল।’

Bangladesh vs Sri Lanka_Saff Women's U20

শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়ে সাফ শুরু বাংলাদেশের।

বাটলার যোগ করেন, ‘আমি ভেবেছিলাম, ফিনিশিংয়ে আমরা আরও বেশি কার্যকর হব, কিন্তু মাঠের পরিস্থিতি আমাদের সাহায্যে আসেনি। মাঠ খুবই ভারী ছিল। অবশ্যই, এটা কারো দোষ নয়। কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমরা ৯ গোল করেছি। কিন্তু শেষ দিকে একটা গোল খাওয়ায় একটু হতাশা আছে। তবে স্বস্তির বিষয় ম্যাচটা আমরা শেষ করতে পেরেছি কোনো চোট ছাড়াই।’

এদিকে বাংলাদেশের খেলা নিয়ে প্রশংসা করলেও মাঠ নিয়ে হতাশা প্রকাশ করছেন লঙ্কান কোচ সিরান্থা কে কালহাথ, ‘আমি জানি বাংলাদেশ আসলেই খুবই ভালো দল। তারা লম্বা সময় প্রস্তুতি নিয়েছে। আমার দলে তিন জন অভিজ্ঞ, বাকিরা একেবারেই নতুন। তাদের জন্য এটি ভালো অভিজ্ঞতা।’


আরও পড়ুন:

» শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়ে সাফ শুরু বাংলাদেশের

» লর্ডসে উইকেট নিয়ে জোটার স্মৃতি মনে করালেন সিরাজ


ভারী মাঠের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, মাঠের অবস্থা একটু খারাপ। কিছু চোটও হয়েছে। আমি মেয়েদের বলেছি, এটা তোমাদের জন্য ভালো অভিজ্ঞতা। আমি এটা প্রত্যাশা করিনি। আবহাওয়া বদল করা সম্ভব নয়। তবে আমি আসলেই এমন মাঠ প্রত্যাশা করিনি।’

সম্প্রতি মিয়ানমার থেকে এশিয়ান কাপে খেলার টিকেট নিয়ে ফিরেছে বাংলাদেশ নারী জাতীয় দল। সেই দলে থাকা ৯ জন ফুটবলার নিয়েই যুব সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এখানেও অধিনায়ক হিসেবে ছিলেন সিনিয়র দলের আফঈদা খাতুন। তারা খেলছেন জাতীয় দলের কোচ পিটার বাটলারের অধীনেই।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল