
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিখ্যাত মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হতে পারে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মার্কার সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াজের দাবি, ফিফা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে, যার ফলস্বরূপ বার্নাব্যুতে ফাইনাল আয়োজনের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে মার্কা তাদের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করবে। এই ঐতিহাসিক টুর্নামেন্টের আয়োজক তিন দেশ – মরক্কো, পর্তুগাল ও স্পেন।
আরও পড়ুন:
» নাঈমের ধীরগতির ইনিংসে সমস্যা দেখছেন না কোচ
» এশিয়া কাপ হকিতে কাজাখস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ
স্পেনের যে শহরগুলোতে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে, তার মধ্যে রয়েছে আকোরুনা, বার্সেলোনা, বিলবাও, লাস পালমাস, মাদ্রিদ, মালাগা, সান সেবাস্তিয়ান, সেভিয়া এবং জারাগোজা। কিন্তু বর্তমানে সব স্পটলাইট মাদ্রিদের দিকে, কারণ বিশ্বকাপের ‘গ্র্যান্ড ফিনালে’ আয়োজনের দৌড়ে সান্তিয়াগো বার্নাব্যু অনেকটাই এগিয়ে।
এদিকে, বার্সেলোনাও তাদের নবনির্মিত স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। বার্সেলোনা ক্লাবের সহ-সভাপতি এলেনা ফোর্ট এই প্রসঙ্গে বলেন, ‘প্রত্যেকেরই তাদের অবস্থান তুলে ধরার অধিকার আছে, তবে ক্যাম্প ন্যু বিশ্বকাপ ফাইনাল আয়োজনের যোগ্য।’ তবে, ক্যাম্প ন্যুর নির্মাণ কাজে দেরি, বাজেট এবং সময় নিয়ে অনিশ্চয়তা তাদের এই বিডকে বার্নাব্যুর তুলনায় কিছুটা দুর্বল করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে, আধুনিকায়িত সান্তিয়াগো বার্নাব্যু ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের শতবর্ষী ফাইনালের ঐতিহাসিক মঞ্চ হতে চলেছে।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এসএইচএ
