Connect with us
অন্যান্য

পারল না বাংলাদেশ, সেমিতে জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ

Bangladesh vs Japan_Hockey
হকির সেমিতে জাপানের কাছে ৬-৪ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ছবি- এএইচএফ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে শক্তিশালী জাপানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

শুক্রবার (১১ জুলাই) ছেলেদের হকির সেমিফাইনালে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে জাপানের কাছে ৬-৪ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াই করে হারই সঙ্গী হয়েছে দলটির।

চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচেই টানা জয় তুলে নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

আরও পড়ুন:

» শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়ে সাফ শুরু বাংলাদেশের

» ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার 

বাংলাদেশের তৃতীয় জয়টি এসেছিল শক্তিশালী চীনের বিপক্ষে। স্বাগতিকদের ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছিল লাল-সবুজের দল। তবে চতুর্থ ম্যাচে বাংলাদেশের জয়রথ থামায় পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশটির কাছে ৬-৩ গোলের ব্যবধানে হেরে যায় তারা।

পাকিস্তানের কাছে হারের পর শীর্ষস্থান হারায় বাংলাদেশ এবং টানা চার জয়ে শীর্ষে ওঠে পাকিস্তান। এতে পুল ‘এ’থেকে রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ এবং সেমিতে পুল ‘বি’ এ শীর্ষ দল জাপানের মুখোমুখি হয় তারা। তবে জাপানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

এদিকে মেয়েদের খেলায়ও সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল। তবে গতকাল মেয়েদের সেমিফাইনালে চীনের কাছে ৯-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। এবার দুটো দলই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য