
জয় দিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর শুরু করল দুবাই ক্যাপিটালস। বৃহস্পতিবার (১০ জুলাই) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসকে ২২ রানে হারিয়েছে তারা। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ে বড় অবদান রাখেন সাকিব আল হাসান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কার মারে এই রান করেন তিনি। এছাড়া সেদিকুল্লাহ অটল ৪১, জেসি বুতান ২০ এবং নিরোশান ডিকওয়েলা ১৫ রান করেন।
জবাবে খেলতে নেমে সাকিবের বোলিং তোপে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি সেন্ট্রাল স্ট্যাগস। দলের পক্ষে একাই ৪ উইকেট নেন সাকিব। ৪ ওভারের স্পেলে ১ মেডেনসহ কেবল ১৩ রান খরচ করেন এই বাঁহাতি স্পিনার।
আরও পড়ুন:
» বিপিএলে যুক্ত হচ্ছে নতুন ভেন্যু, জেনে নিন কোনটি
» লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টিতে টানা ষষ্ঠ হার বাংলাদেশের
এদিন রানতাড়ায় নেমে প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান তুলে নেয় সেন্ট্রাল স্ট্যাগস। পরের ওভারেই শুরু হয় সাকিব ম্যাজিক। নিজের প্রথম ওভারের প্রথম বলেই তুলে নেন উইল ইয়াংয়ের উইকেট। ১৬ বলে ১৯ রান করে ফেরেন এই ওপেনার।
ওভারের তৃতীয় বলে ফের আঘাত হানেন সাকিব। নতুন ব্যাটার হিসেবে খেলতে নামা ডিন ফক্সক্রফটকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। কোনো রান দিয়ে প্রথম ওভারে ২ উইকেট তুলে নেন এই তারকা।
সাকিব ফের বোলিংয়ে আসেন ইনিংসের ১১তম ওভারে। দ্বিতীয়বার বোলিংয়ে এসে আরো একটি উইকেট তুলে নেন তিনি। এবার তার শিকার জশ ক্লার্কশন। ১০ বলে ১২ রান করে ফেরেন তিনি। এরপর তৃতীয় ওভারে উইকেটের দেখা না পেলেও শেষ ওভারে আরো একটি উইকেট তুলে নেন এই তারকা।
স্ট্যাগসের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক টম ব্রুস। এছাড়া ডেইন ক্লেভার ২১, উইলিয়াম ক্লার্ক ২০ রান করেন। দুবাইয়ের পক্ষে সাকিবের পাশাপাশি খুজাইমা বিন তানভীর ২টি এবং ডমিনিক ড্রেকস ও আর্যমান ভর্মা একটি করে উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/বিটি
