
আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের পাশাপাশি চতুর্থ একটি নতুন ভেন্যু যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
তবে কোন মাঠটি শেষ পর্যন্ত এই তালিকায় যুক্ত হবে, তা এখনো পরিষ্কার নয়। বিপিএল শুরুর আগে যে মাঠ ভেন্যু হিসেবে প্রস্তুত থাকবে এবং এগিয়ে থাকবে, সেখানেই ম্যাচ আয়োজিত হবে।
মাহবুব আনাম জানান, বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর চেষ্টা থাকবে তাদের। এ লক্ষ্যে ইতিমধ্যেই দুটি মাঠের অডিট প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএলের ভেন্যুর অডিট করার জন্য পাঠিয়েছি গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিজ থেকে।’
আরও পড়ুন:
» ফেরার ম্যাচে সাকিবের ফিফটি, বড় পুঁজি পেল তার দল
» এবার এশিয়া কাপ বৈঠকেও বাংলাদেশে আসতে চায় না ভারত
এছাড়াও আরও দুটি মাঠের অগ্রগতি তুলে ধরেন তিনি। আনাম জানান, ‘বরিশালের উইকেট প্রস্তুত, আউটফিল্ডেরও কিছু কাজ চলছে। তাহলে বরিশালও ভেন্যু হওয়ার যোগ্যতা অর্জন করবে।’ রাজশাহীর বিষয়ে তিনি বলেন, ‘রাজশাহীর ব্যাপারে এনএসসি (ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল) কাজ করছে, আমরাও তাদের সাথে যোগ করেছি।’
বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যানের এই বক্তব্যে পরিষ্কার, বগুড়া, খুলনা, বরিশাল এবং রাজশাহী — এই চারটি সম্ভাব্য ভেন্যুর মধ্যে যেটি সেরা প্রস্তুতি দেখাতে পারবে, সেটিই আগামী বিপিএলে নতুন কেন্দ্র হিসেবে যুক্ত হবে। এর ফলে দেশের আরও অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা নিজ শহরে বিপিএলের ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ
