
ফুটবল বিশ্বের কিংবদন্তি কোচ, ব্রাজিল জাতীয় দলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত এবং রিয়াল মাদ্রিদের সাবেক বস কার্লো আনচেলত্তি এবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। কর ফাঁকির এক মামলায় স্প্যানিশ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি টাকা) জরিমানা করা হয়েছে।
তার বিরুদ্ধে মূলত এই কর ফাঁকির অভিযোগ আনা হয় ২০১৪ সাল। তখন তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয় করেন। যার ওপর কর দেননি বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন:
» ৩৭ বছর বয়সে ঘরে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন ডি মারিয়া
» টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক, গিলের ক্যারিয়ার সেরা উত্থান
শুনানিতে আনচেলত্তি নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছিলেন, তার ক্লাবের পক্ষ থেকে ইমেজ স্বত্বের ওপর কর দেওয়ার বিষয়টি তাকে জানানো হয়নি। ফলে অনিচ্ছাকৃতভাবে তিনি এই অভিযোগের শিকার হয়েছেন।
২০২৪ সালের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। তবে আনচেলত্তি এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে শাস্তি পেতেই হচ্ছে।
যদিও এক বছরের কারাদণ্ডের আদেশ এসেছে, সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে আনচেলত্তিকে সম্ভবত জেলে যেতে হবে না। স্প্যানিশ আইনে কর ফাঁকির জন্য কারাদণ্ডের বিধান থাকলেও, সাধারণত এমন ক্ষেত্রে কাউকে বাস্তবে তা ভোগ করতে হয় না।
এর আগে শুনানিতে বাদী পক্ষ আনচেলত্তির জন্য অর্থদণ্ডের পাশাপাশি চার বছর নয় মাসের কারাদণ্ড দাবি করেছিল। আনচেলত্তি দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসার পর এই কর ফাঁকির মামলায় হাজিরা দিয়েছেন। এই রায় ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে, যেখানে উচ্চ প্রোফাইল ফুটবল ব্যক্তিত্বদের কর সংক্রান্ত জটিলতা প্রায়শই উঠে আসে।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এসএইচএ
