
টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইতালি। আইসিসি র্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে থাকা দলটিকে ১২ রানে হারিয়েছে ৩২ নম্বরে থাকা ইতালি। দুর্দান্ত এই জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে আরো একধাপ এগিয়ে গেল দলটি।
বুধবার (৯ জুলাই) হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইতালি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে জো বার্নসের দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন ওপেনার এমিলিও গে। ২১ বলে ৬ চার ও ২ ছক্কার মারে দ্রুতগতির এই ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন গ্রান্ট স্টুয়ার্ট। ২৭ বলে ২ চার ও ৩ ছক্কার মারে ইনিংসটি সাজান তিন। এছাড়া হ্যারি মানেন্তি ৩৮ বলে ৩৮, বেন মানেন্তি ১২ বলে ১০ এবং অধিনায়ক জো বার্নস ৮ বলে ৮ রান করেন।
স্কটল্যান্ডের পক্ষে ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন মাইকেল আলেকজান্ডার লিস্ক। এছাড়া একটি করে উইকেট নেন ব্র্যাড কারি, মার্ক ওয়াট ও ক্রিস গ্রিভস।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদকে না খেলানোর কারণ জানালেন মিরাজ
» বিশাল হারে শিরোপা স্বপ্নভঙ্গ হলো বাংলার মেয়েদের
জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছেন ওপেনার জর্জ মুনশি। তবে ইনিংসটি ছিল ধীরগতির। ৭২ রানের ইনিংসে ৬১ বল খেলেছেন তিনি, যেখানে ৪টি চার ও ২টি ছক্কার মার ছিল। এছাড়া অধিনায়ক রিচার্ড বেরিংটন ৩৭ বলে ৪৬ রান করেন।
ইতালির হয়ে ফাইফারের দেখা পেয়েছেন হ্যারি মানেন্তি। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।
এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ৫ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে ইতালি। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট দলটির। ৫ দলের মধ্যে ২ দল বিশ্বকাপের টিকিট পাবে। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসে হারাতে পারলেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তারা। তবে হারাতে না পারলেও মূল পর্বের যাওয়ার দারুণ সুযোগ আছে জো বার্নসের দলটির।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/বিটি
