Connect with us
ফুটবল

খেলা ছেড়ে এবার কোচিং করাবেন বাংলাদেশি নারী ফুটবলার!

Sanjida Akhter women footballer
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন বাংলাদেশ নারী জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন না সানজিদা আক্তার। মাঠের ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে খেলছিলেন ভুটানের লিগে। তবে এবার খেলা ছেড়ে কোচিং করানোর দিকে মনোনিবেশ করছেন তিনি। আর তাই এই পেশায় দক্ষতা বাড়াতে শুরু করেছেন এএফসি ‘বি’ কোচিং লাইসেন্স কোর্স।

পিটার বাটলারের তারুণ্য নির্ভর দলে জায়গা না পাওয়া সানজিদাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনই (বাফুফে) আমন্ত্রণ জানিয়েছে এএফসি ‘বি’ লাইসেন্স কোর্চ সম্পন্ন করার জন্য। এখন যেহেতু জাতীয় দলে ফেরার সম্ভাবনা কম, তাই ভুটানের লিগ বাদ দিয়ে কোচিংয়ের দীক্ষা নিতে সাইফুল বারী টিটুর অধীনে কাজ করবেন সানজিদা।

এই বিষয়ে বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার বলেন, ‘আমার ইচ্ছা হচ্ছে ফুটবলারদের সঙ্গে কাজ করব, এজন্যই আমি কোচিং লাইসেন্স করছি। একটা সময় দেখা যাবে আমি আর খেলোয়াড় থাকব না। সেক্ষেত্রে আমার যদি লাইসেন্স থাকে তবে পরবর্তীতে কাজ করতে পারব।’


আরও পড়ুন:

» বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা, কবে-কখন খেলা?

» পেদ্রোর নৈপুণ্যে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি


সম্প্রতি বাংলাদেশ নারী দল পিটার বাটলারের অধীনে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। নারী ফুটবলারদের এমন ইতিহাস গড়া পারফর্মেন্সে নিজের খুশির কথাও জানিয়েছেন সানজিদা। জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ থাকলেও মেনে নিয়েছেন সকল পরিণতি।

নারী দল এশিয়ান কাপে সুযোগ পাওয়ায় তিনি বলেন বলেন, ‘সবসময় তো মানুষ সবকিছু পায় না। কিছু কিছু জিনিস ছেড়ে দেয়া লাগেই। আমাদের সবসময় স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার পর এশিয়াতে ভালো কিছু করার। এবার তারা সেটা করে ফেলেছে, আমি এটা শুনে খুব খুশি হয়েছি।’  

একসময় বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন সানজিদা আক্তার। এমনকি দেশের হয়ে সাফ জয়ী দলেও অন্যতম সদস্য ছিলেন তিনি। এর আগে এএফসি ‘সি’ লাইসেন্স কোচিং কোর্স শেষ করেছেন সানজিদা। ‘বি’ লাইসেন্সে তিনি ছাড়াও শিউলি আজিমসহ অংশ নিচ্ছেন আরও পাঁচ ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল