Connect with us
ক্রিকেট

বাবর-রিজওয়ান-শাহিনকে বাংলাদেশে আনছে না পাকিস্তান

BCB PCB
বাবর-রিজওয়ান-শাহিনকে বাংলাদেশে আনছে না পাকিস্তান। ছবি- ক্রিকইনফো

লঙ্কা সফরের ডামাডোল এখনও শেষ হয়নি। এর মধ্যেই পাকিস্তানের সাথে সিরিজ খেলার প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশকে। জুলাইয়ের মাঝামাঝি তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। কিন্তু এই সিরিজের জন্য দলের তিন বড় তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে আনছে না পিসিবি।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশের মাটিতে কুড়ি কুড়ির ওই সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ এই তিন তারকার। এই সফরে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। দলে এসেছে একটি নতুন মুখ।

বাঁহাতি পেসার সালমান মির্জাকে বাংলাদেশ সফরের স্কোয়াডে রেখেছে পিসিবি। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। আগামী ১৮ জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল।


আরও পড়ুন

» দিয়োগো জোটার স্মরণে যেভাবে এক হলো গোটা ফুটবল দুনিয়া

» লঙ্কায় হাতছানি দিচ্ছে ইতিহাস, পারবেন তো মিরাজরা?


বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ভবিষ্যৎ সফরসূচির অন্তর্ভুক্ত নয়। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সময়ই দুই বোর্ডের মধ্যে বৈঠকের মাধ্যমে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজে যাবে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২০ জুলাই। যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট