
ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপার পাশাপাশি ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে টুর্নামেন্টের গোল্ডেন বুট পুরস্কার কে জিতবেন? এই মুহূর্তে এই লড়াইয়ে সবচেয়ে উজ্জ্বল নাম হলো রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া।
মাত্র ২১ বছর বয়সী গার্সিয়া এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের হয়ে ৫টি ম্যাচের প্রতিটিতেই গোলে অবদান রেখেছেন। তার নামের পাশে জ্বলজ্বল করছে ৪টি গোল এবং একটি অ্যাসিস্ট। গোল করার এই অবিশ্বাস্য ক্ষমতা এবং ধারাবাহিক পারফরম্যান্স তাকে গোল্ডেন বুটের দৌড়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রেখেছে।
আরও পড়ুন:
» ব্রাজিলের কোচিং প্যানেল ছাড়লেন ডেভিড আনচেলত্তি
» বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল
বর্তমানে গার্সিয়া ৪ গোল নিয়ে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন। তবে তার মূল প্রতিদ্বন্দ্বী, যেমন বেনফিকার আনহেল দি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুশিয়া ডর্টমুন্ডের সেরহু গিরাসি – এদের দল ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে গার্সিয়া এককভাবে শীর্ষে রয়েছেন। সেমিফাইনালে আর একটি গোল করতে পারলেই গোল্ডেন বুট নিজের করে নিতে পারবেন।
অন্যদিকে, টুর্নামেন্টে ৩টি করে গোল করা ৯ জন খেলোয়াড়ের মধ্যে বেশিরভাগেরই দল বিদায় নিয়েছে। তবে এই তালিকার একমাত্র ব্যতিক্রম হলেন চেলসির পেদ্রো নেতো, কারণ তার দল এখনো সেমিফাইনালে টিকে আছে।
এক্ষেত্রে, গোল্ডেন বুটের লড়াইটা মূলত গার্সিয়া এবং পেদ্রো নেতোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। শেষ পর্যন্ত কে এই মর্যাদাপূর্ণ পুরস্কার হাতে তোলেন, সেটাই এখন দেখার বিষয়।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ
