Connect with us
ফুটবল

শিরোপা জয়ের রাতে জোটাকে স্মরণ করলেন মেক্সিকান ফুটবলার

Diogo Jota's celebration in gold cup final
গোল্ড কাপের ফাইনালে গোল করে জোটার উদযাপন। ছবী- না

 

কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১০ম বারের মতো শিরোপা জিতেছে ম্যাক্সিকো। এদিন ম্যাচে মেক্সিকোকে সমতায় ফেরানোর গোল করেন রাউল হিমেনেজ। আর গোল করেই জোটার মতন উদযাপন করে তাকে স্মরণ করেছেন বন্ধু হিমেনেজ।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ২৭ মিনিটে ম্যাক্সিকোকে দারুণ এক শটে সমতায় ফেরান হিমেনেজ। আর তারপরেই তিনি নিজের গায়ে তুলে নেন ‘২০ নম্বর জোটা’ লেখা একটি জার্সি। মাঠের এক প্রান্তে বসে আঙ্গুল দিয়ে ‘জয়স্টিক বা কনসোল গেমিং’ সেলিব্রেশন করেন হিমেনেজ।

এর আগে জোটার সঙ্গে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে খেলেছিলেন হিমেনেজ। সেখান থেকেই দুইজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। গেল বৃহস্পতিবার (৩ জুলাই) এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দিয়োগো জোটা। তার সঙ্গে একই সঙ্গে প্রাণ হারিয়েছেন ছোট ভাই আন্দ্রে সিলভাও।


আরও পড়ুন:

» ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফুটবলার

» বাংলাদেশি আম্পায়ারকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে


এমন ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা ফুটবল বিশ্ব। এর আগে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও দেখা যায় জোটাকে স্মরণ করার চেষ্টা। হিমেনেজের মতো বসে গ্যামিং উদযাপন করেন ওসমান দেম্বেলে। আর গোল করে ‘২০ সংখ্যা’ ইঙ্গিত করে জোটার কথা মনে করান কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের পর জোটাকে গোল উৎসর্গও করেছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল