
ক্রিকেটের মাঠে আম্পায়ারের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে কঠিন গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচগুলোতে যথাযথ আম্পায়ারিং করা বেশ চ্যালেঞ্জিং একটি কাজ। আর সেই কাজটাই যেন দারুন ভাবে করে চলেছেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত নিজের প্রতিভার ছাপ রেখে যাচ্ছেন তিনি। এবার এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে ফের সকলের নজর কেড়েছেন সৈকত। উত্তেজনাকর এই ম্যাচে বেশ দারুন কিছু সিদ্ধান্ত দিয়ে তিনি এবার প্রশংসায় ভাসছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের।
সৈকতের আম্পায়ারিং নিয়ে রীতিমত এক্স হ্যান্ডেলে টুইট করেছেন হার্শা। যেখানে তিনি তার প্রশংসায় লিখেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন; তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।’
আরও পড়ুন:
» এশিয়ান কাপের টিকিট নিয়ে ফিরেই যা বললেন পিটার বাটলার
» সংবর্ধনায় বিশ্বকাপে খেলার প্রত্যাশা জানালেন ঋতুপর্ণারা
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। এই ম্যাচে মোট ১০ বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়। এর মধ্যে মাত্র ২ বার সিদ্ধান্ত বদল করতে হয়েছে সৈকতকে। বাকি ৮ বারই তিনি ছিলেন সঠিক।
চাপের ম্যাচে বারবার এমন দারুন ডিসিশন দিয়ে নিজেকে আবারও প্রমাণ করেছেন এই বাংলাদেশি আম্পায়ার। আইসিসির এলিট প্যানেলে থাকা তিনি ইতোমধ্যে আম্পায়ারিং করেছেন অসংখ্য বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও। নিজের সক্ষমতা বেশ ভালো ভাবেই জানান দিয়েছেন রেখেছেন সৈকত।
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এফএএস
