Connect with us
ফুটবল

ব্রাজিলিয়ান তারকা নেইমারের পরিবারে এলো নতুন সদস্য

Neymar becomes father for the fourth time
চতুর্থবারের মতো বাবা হলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নাম নেইমার জুনিয়র। ফুটবল ক্যারিয়ারে বেশিরভাগ সময় চোটের সঙ্গে লড়লেও এই সুপারস্টারের ব্যক্তিজীবনে বইছে খুশির জোয়ার। চতুর্থবারের মতো বাবা হলেন তিনি।

শনিবার (৫ জুলাই) সকালে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কোল আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যা, যার নাম রাখা হয়েছে মেল। এই নতুন অতিথির আগমনে নেইমারের পরিবারে এখন আনন্দের বন্যা। গোলডটকম এসব তথ্য জানিয়েছে।

এখন পারিবারিক সময়েই বেশি মনোযোগ দিচ্ছেন নেইমার। বড় বোন মাভিও খুশিতে আত্মহারা। আর বাবা নেইমার? ইনজুরির মাঠের বাইরে থেকেও হয়তো এখন সবচেয়ে বড় খেলাটা খেলছেন একজন ভালো বাবা হওয়ার।

এর আগে ইনস্টাগ্রামে সদ্যোজাত মেয়ে মেলকে কোলে নিয়ে একটি আবেগঘন ছবি পোস্ট করেন ব্রুনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের মেল এসেছে জীবনকে আরও মিষ্টিময় করতে। স্বাগতম, ছোট্ট রাজকন্যা। ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তোমাকে ভালোবাসি!’

আরও পড়ুন:

» ৬ কোটি পাউন্ডে রিয়াল ছেড়ে আর্সেনালে জুবিমেন্ডি

» ঋতুপর্ণারা দেশে ফিরবেন আজ, হাতিরঝিলে সংবর্ধনা

২০১১ সালে তার প্রথম সন্তান ডেভিড লুকা জন্ম নেয় সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। লুকা এখনো নেইমারের সঙ্গেই থাকেন। ২০২৩ সালে বর্তমান প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে জন্ম নেয় প্রথম কন্যা মাভি। এরপর ২০২৪ সালে ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির ঘরেও জন্ম নেয় নেইমারের আরেক কন্যাসন্তান—হেলেনা।

চলতি বছরের জানুয়ারিতে সান্তোস ক্লাবে ফিরে আসার পর থেকে আবারও ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন নেইমার। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নতুন কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত তিনি মাঠের বাইরের জীবনের দারুণ এক অধ্যায় উপভোগ করছেন।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল