
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে অনুষ্ঠিত হয় দুই ম্যাচ। যেখানে দেখা যায় গ্যালারি ভর্তি দর্শকদের সামনে বড় স্ক্রিনে দিয়াগো জোটার ছবি তুলে ধরা হয়। ম্যাচ শুরুর আগে হয় এক মিনিট নীরবতা পালন। তবে গোল করার পর যেন আবার জোটার স্মৃতি ফিরিয়ে আনেন ফুটবলাররা।
গতকাল প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। যেখানে দেখা যায় ফরাসি ক্লাবটির হয়ে ম্যাচের যোগ করা সময়ে গোল করেন ওসমান দেম্বেলে। এরপরেই তিনি করেন জোটার সেই আইকনিক গোল উদযাপন। মাঠে একপাশে বসে আঙ্গুল দিয়ে জয়স্টিক বা কনসোল গেমিং সেলিব্রেশন করেন দেম্বেলে।

উদযাপনে জোটাকে স্মরণ করলেন দেম্বেলে-এমবাপ্পে।
তার এমন গোল উদযাপনে অনেক ভক্তসমর্থক হয়ে পড়েন আবেগাপ্লুত। দেম্বেলের মতোই গোল করে জোটার স্মৃতি মনে করিয়েছেন পরের ম্যাচে খেলা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে ডর্টমুন্ডের বিপক্ষে দারুন এক এক্রোবেটিক গোল করেন এমবাপ্পে। এরপর তিনি আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেন ‘২০ সংখ্যা’। যা মূলত জোটার জার্সি নম্বর।
আরও পড়ুন:
» মেসির ম্যাজিকে কাঁপল মন্ট্রিয়াল, মায়ামি পেল বড় জয়
» শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, এই গোল দিয়াগো জোটা এবং তার ভাইয়ের জন্য। ফুটবলারদের এমন আবেগঘন কর্মকাণ্ডে অভিভূত হয়েছেন দর্শকরাও। দুইদিন পেরিয়ে গেলেও এখনো যেন জোটার অপমৃত্যর শোক কাটিয়ে উঠতে পারছে না ফুটবল বিশ্ব। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগাল ও লিভারপুল তারকা জোটা।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এফএএস
