
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সে সময় তাদের দেয়া হয় ছাঁদ খোলা বাসে সংবর্ধনা। এবার যেন তেমনই এক মুহুর্ত নিয়ে এলেন বাংলার মেয়েরা। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেল দেশের নারী ফুটবলাররা।
গতকাল এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে পরাস্ত করেছে বাংলাদেশ। এরপরেই ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক ঘোষণা এসেছে নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার। আজ রাতেই মিয়ানমার থেকে দেশে ফিরবেন ঋতুপর্ণারা। আর মধ্যরাতেই হাতিরঝিলে দেয়া হবে তাদের সংবর্ধনা।
গতকাল ম্যাচ শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘মেয়েদের জন্য সংবর্ধনার আয়োজন করছি আমরা হাতিরঝিল সংলগ্ন এম্ফিথিয়েটারে। যত রাতই হোক, আমরা চাইছি তাৎক্ষণিকভাবে তাদের একটা সংবর্ধনা দিতে। কারণ কিছু মেয়ে আবার পরদিনই ভুটানে লিগ খেলতে চলে যাবে।’
আরও পড়ুন:
» নাটকীয় ম্যাচ জিতে সেমিতে রিয়াল, প্রতিপক্ষ পিএসজি
» দুই লাল কার্ডের ম্যাচে বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
জানা গেছে আজ রোববার দিবাগত রাত দেড়টা নাগাদ দেশে এসে পৌঁছাবেন নারী ফুটবলাররা। এরপর রাতেই তাদের জন্য সংবর্ধনা আয়োজন করবে বাফুফে। কেননা আগামীকাল সকালেই ভুটানে লিগ খেলতে চলে যাবেন ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা। তাই তড়িঘড়ি এমন আয়োজন করতে চাইছে ফুটবল ফেডারেশন।
মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের খেলায় তিন ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে তারা প্রতিপক্ষের জালে জড়িয়েছেন গুনে গুনে ১৬ গোল। আর এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে নাম লিখেছে বাংলার বাঘিনীরা। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে খেলবে তারা।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এফএএস
