Connect with us
ক্রিকেট

‘হ্যাপি ফোর্থ’ লিখে সাকিবপত্নীর পোস্ট, কোনো ইঙ্গিত দিলেন তিনি?

Shakib Al Hasan and his wife Shishir
সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে এই টাইগার অলরাউন্ডারের জীবন-যাপনের নানা চিত্র। এবার তিন সন্তান নিয়ে এক ছবি প্রকাশ করলেন সাকিবপত্নী উম্মে শিশির।

আজ শনিবার শিশিরের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সেই পোস্টে দেখা যায় তিন সন্তানের সঙ্গে ছবি তুলেছেন তিনি। নদীর ধারে কোন নৌযানে দাঁড়িয়ে ছবি তুলেছেন তারা। তাদের পরনে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার ডিজাইন সম্বলিত টি-শার্ট। তবে রহস্য দানা বাঁধে সেই পোষ্টের ক্যাপশনে।

Shakib Ummey Shishir and their children

তিন সন্তান নিয়ে শিশিরের পোস্ট।

যেখানে শিশির লিখেছেন ‘হ্যাপি ফোর্থ’। যদিও স্বাভাবিক অর্থে বিষয়টি খুবই সাধারণ বলেই মনে হচ্ছে। ছবিতে উপস্থিত চারজনের বিষয়ে উল্লেখ করতে এমন ক্যাপশন হতে পারে। তবে নেটিজেনদের মাথায় এসেছে নতুন প্রশ্ন। অনেকেই বিষয়টি দেখতে শুরু করেছেন ভিন্নভাবে। তবে কি এমন ক্যাপশন দিয়ে বিশেষ কিছুর ইঙ্গিত দিলেন শিশির?


আরও পড়ুন:

» হারের বৃত্ত ভেঙে সিরিজে আজ টিকে থাকতে পারবে বাংলাদেশ?

» কোয়ার্টারে হেরেও যেভাবে জিতে গেলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা


কেউ কেউ মনে করছেন চতুর্থ সন্তানের আগমনী বার্তা দিলেন উম্মে শিশির। অবশ্য এ বিষয়টি নিশ্চিত ভাবে জানার কোনো সুযোগ হয়নি। তবে যদি এমনটি হয় তাহলে বড় সুখবরই পাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার। এর আগে ২০২১ সালে নিজেদের তৃতীয় সন্তানের সুখবর পেয়েছিল সাকিব ও শিশির দম্পতি।

চতুর্থ সন্তান আগমনের বিষয়টি ভক্ত সমর্থকরা নিছক কৌতূহলের বসেই ধারণা করছেন। যদিও এ বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। তবে সকল সন্তান নিয়ে শিশিরের এই পোস্টে ভক্তরা খুঁজে ফিরছেন সাকিব আল হাসানকে। তিনি কোথায় আছেন বা তার পরবর্তী পরিকল্পনা কী, সে বিষয়ে জানার আগ্রহ সকলের।

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট