Connect with us
ক্রিকেট

হারের বৃত্ত ভেঙে সিরিজে আজ টিকে থাকতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ছবি- ক্রিকইনফো

ক্রিকেটে বাংলাদেশের সময়টা একদমই ভালো যাচ্ছে না। সেটা যেকোনো ফরমেটেই হোক না কেন। তবে নিজেদের পছন্দের ওয়ানডে সংস্করণে যেন আরো বেশি বাজে অবস্থা টাইগারদের। নিজেদের খেলা ৭ ওয়ানডে ম্যাচের সবকটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে ভাঙতে হবে হারের বৃত্ত।

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারানোর শঙ্কায় মেহেদী হাসান মিরাজের দল। তাই টিকে থাকার লড়াইয়ে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বেলা ৩টায় দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।

ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার কারণে র‌্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে মিরাজদের। গেল মাসেই তারা নেমে গেছে তালিকার দশম অবস্থানে। সেখান থেকে আবারও উন্নতি করার সুযোগ এই লঙ্কান সিরিজ। যেখানে এক ম্যাচেও জয় পেলেও নবম অবস্থানে উঠে আসার সুযোগ থাকবে টাইগারদের সামনে। তাই আজ নিজেদের টানা সাত ম্যাচে পরাজয়ের বৃত্ত ভাঙতে চাইবে বাংলাদেশ।


আরও পড়ুন:

» কোয়ার্টারে হেরেও যেভাবে জিতে গেলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা

» পালমেইরাসকে হতাশায় ডুবিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে চেলসি


আর এই ম্যাচে আসতে পারে টাইগার একাদশে পরিবর্তন। যেখানে সুস্থ হয়ে মাঠে ফেরার কথা রিশাদ হোসেনের। তিনি খেলতে পারেন তানভির ইসলামের পরিবর্তে। আবার ধারাবাহিক ভাবে ব্যর্থ লিটন দাসকে বিশ্রামে পাঠালে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারী। পেস ইউনিটে দেখা যেতে পারে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর ও তানজিম সাকিবকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, লিটন দাস/শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট