
গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল আল-হিলাল। শেষ ষোলোর খেলায় ম্যানচেস্টার সিটিকে বধ করে কোয়ার্টার ফাইনালে ওঠে এই সৌদি ক্লাব। তবে সেরা আটের রাউন্ডে এসে হোঁচট খেলো দলটি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো আল-হিলালকে।
গতকাল শুক্রবার রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল হিলাল ও পালমেইরাস। যেখানে সৌদি ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চলতি আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল এই ব্রাজিলিয়ান ক্লাব। যেখানে পালমেইরাসের হয়ে গোল করেছেন ম্যাথিউস মার্টিনেল ও হারকিউলিস।
অবশ্য এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের দাপট ধরে রেখে খেলার চেষ্টা করে আল-হিলাল। বল পজিশন রেখে একের পর এক আক্রমণ চালায় তারা ফ্লুমিনেন্সের দুর্গে। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। পাল্টা আক্রমণে ম্যাচের ৪০ মিনিটে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ডি-বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে দারুন গোল করেন মার্টিনেল।
আরও পড়ুন:
» বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল ম্যাচসহ আজকের খেলা (৫ জুলাই ২৫)
» চোখের জলে রোনালদোর সতীর্থ ও লিভারপুল তারকার শেষ বিদায়
এদিকে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে গিয়েছিল আল-হিলাল। যদিও ভিএআর চেক করে শেষ পর্যন্ত বাতিল হয় সেটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় দলটি। ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোস লিওনার্দোর গোলেই সমতা পায় হিলাল। যদিও ম্যাচের ৭০ মিনিটে হারকিউলিসের গোলে ফের লিড পায় ফ্লুমিনেন্স।
এরপর আর কোনো দল গোলের দেখা না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লুমিনেন্স। এতে কোয়ার্টার ফাইনালেই ক্লাব বিশ্বকাপের যাত্রা সমাপ্ত হলো আল-হিলালের। আর দারুন জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল ব্রাজিলের ফ্লুমিনেন্স এফসি। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে চেলসি অথবা পালমেইরাস।
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৫/এফএএস
