
এশিয়ান কাপ ফুটবলে ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে কখনও এই আঞ্চলিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে মূল পর্বে খেলার সুযোগ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এবার বাছাইপর্বের এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে নিয়ম রক্ষার খেলায় তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিম বলেন, ‘এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে। তাই আমরা ওভাবে উদযাপন করিনি। শেষ ম্যাচ খেলে আমরা পুরোপুরি (পুরোদমে) উদযাপন করবো।’
টুর্নামেন্টের ড্রয়ের মাধ্যমে বাছাইপর্বের গ্রুপ নির্ধারণের পর থেকেই বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছিল এশিয়ান কাপে খেলার। যদিও বাকি দল গুলো র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বেশ। শিউলি বলেন, ‘যখন আমরা আমাদের গ্রুপটা দেখেছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল, আমরা সবাই যদি চাই, হৃদয় দিয়ে খেলি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো।’
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (৪ জুলাই ২৫)
» ঋতুপর্ণাকে ‘বাংলাদেশের মেসি’ বলে আখ্যা দিলেন কিরণ
বাংলাদেশ ফুটবল দলের নারী সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আমাদের মেয়েদের এত দিনের যে কষ্ট, যে পরিশ্রম মেয়েরা করেছে। তার ফসল আমরা পেয়েছি। মেয়েরা একটা ইতিহাস গড়েছে, আমাদের আরেকটা ম্যাচ আছে। এ ম্যাচটাকেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের মেয়েরা সামনে আরও ভালো করবে।’
এশিয়ান কাপ নিশ্চিত হলেও তুর্কমেনিস্তান ম্যাচে পূর্ণ মনোযোগ রয়েছে বাংলাদেশের। এ বিষয়ে লিটু বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েরা খুব ভালো আছে। ভালো মেজাজে আছে। আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ গেছে। এজন্য আজ আমরা রিকভারি করছি। স্ট্রেচিং ও সুইমিং করেছে।’
উল্লেখ্য, মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের খেলায় প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করে এগিয়ে যায় ঋতুপর্ণারা। আর তুর্কমেনিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে জয় না পেলে নিশ্চিত হয় বাংলাদেশের এশিয়ান কাপ মূলপর্ব।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৫/এফএএস
