Connect with us
ফুটবল

ঋতুপর্ণাকে ‘বাংলাদেশের মেসি’ বলে আখ্যা দিলেন কিরণ

Ritu Porna Chakma
ঋতুপর্ণা চাকমা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম বড় তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন একাধিকবার। এবার জাতীয় দলকে এশিয়ার সেরাদের কাতারে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড।

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের বাছাইয়ে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে এই অসাধ্য সাধন করেছে বাঘিনীরা।

নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা ছিল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা এই দলটিকে তাদের ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করে জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ঋতুপর্ণা।

আরও পড়ুন:

» ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার বিশ্বকাপে খেলার হাতছানি

» অধিনায়ক শুবমানের ডাবল সেঞ্চুরি, গড়লেন একাধিক রেকর্ড 

ঋতুপর্ণার এমন পারফরম্যান্সে মুগ্ধ বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার প্রশংসা করে তাকে ‘বাংলাদেশের মেসি’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

বাংলাদেশ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হন কিরণ। এ সময় হামজা চৌধুরি ও ঋতুপর্ণা চাকমার মধ্যে তুলনার প্রসঙ্গ আসলে কিরণ বলেন, ‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি। হামজাও নিঃসন্দেহে ভালো ফুটবলার। সে আমাদের দেশের জন্য গর্বের। সামনে ছেলেদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে। আমার বিশ্বাস, সেখানেও হামজারা ভালো করবে। ছেলে-মেয়ে দুটো দলই আমাদের। এ নিয়ে তুলনা করার কিছু নেই।’

‘আমি আবারও বলছি, ঋতুপর্ণা আমাদের মেসি। ও যেভাবে বল টেনে নিয়ে যায়, মেসি ছাড়া আর কারো মতো নয়।’-তিনি যোগ করেন।

প্রসঙ্গত, নারী এশিয়ান কাপের বাছাইয়ে সি গ্রুপ থেকে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেয়েছেন ঋতুপর্ণারা। আগামী ৫ জুলাই নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল