Connect with us
ক্রিকেট

অধিনায়ক শুবমানের ডাবল সেঞ্চুরি, গড়লেন একাধিক রেকর্ড

Shubman Gill scored his first Test double-century
অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি পেলেন শুবমান। ছবি- বিসিসিআই

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ভারতের তারকা ব্যাটার শুবমান গিল। সম্প্রতি পেয়েছেন ভারতের সাদা পোশাকের নেতৃত্ব। আর নেতৃত্ব পেয়েই যেন ব্যাট হাতে আরো বেশি জ্বলে উঠলেন এই ২৫ বছরের ব্যাটার। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন তিনি। এবার নিজের দ্বিতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরির দেখা পেলেন এই তারকা ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন শুবমান। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম ডাবল টন। গতকাল টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। প্রথম দিনের খেলা শেষে সেঞ্চুরি হাঁকিয়ে ১১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দিন খেলতে নেমে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন এই তারকা।

এই মাইলফলকের মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন শুবমান। ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে অধিনায়কের ভূমিকায় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ম্যাক পাতাউদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, এমএস ধোনি ও বিরাট কোহলির পর এই তালিকায় যুক্ত হয়েছে শুবমানের নাম। আর কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অ্যাওয়ে টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি।

আরও পড়ুন:

» জোতাকে নিয়ে বাফুফে ও জামালদের শোক বার্তা

» ২০ বছর ও ৩৩১ ম্যাচ পর অভিনব ঘটনা ঘটল বাংলাদেশের ক্রিকেটে 

এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে এক স্বতন্ত্র রেকর্ডও গড়েছেন শুবমান। প্রথম ব্যাটার হিসেবে এশিয়ার বাইরে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এর আগে এশিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছিল তিলাকরত্নে দিলশানের ব্যাট থেকে। ২০১১ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩ রানের ইনিংস খেলেছিলেন সাবেক লঙ্কান তারকা।

অবশ্য ডাবল সেঞ্চুরি করেই থেমে যাননি শুবমান। ইতোমধ্যে ছুঁইয়েছেন আড়াইশ রানের মাইলফলক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮০ বলে ২৬৫ রান করে অপরাজিত আছেন তিনি। তার দুর্দান্ত ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫৬৪ রান তুলেছে ভারত।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট