
মাত্র ২৮ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা। বৃহস্পতিবার (৩ জুলাই)স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। সঙ্গে ছিলেন তার ছোট ভাই আন্দ্রে। তিনিও পরপারে পাড়ি জমিয়েছেন। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়টার্স ও মার্কাসহ বিভিন্ন গণমাধ্যম।
সবশেষ মৌসুমেই লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেন জোতা। এরপর গত মাসেই পর্তুগালের জার্সিতে জিতেন উয়েফা নেশনস লিগের শিরোপা। মাঠ মাতিতে মাঠের বাইরেও দারুণ সময় কাটছিলো তার। মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন তিনি। তবে সুখ বেশিদিন স্থায়ী হলো না এই তারকা ফরোয়ার্ডের।
জোতার এমন মর্মান্তিক বিদায়ে ফুটবলাঙ্গনে নেমে এসেছে শোকের কালো ছায়া। তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন অনেকেই। এবার তার সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোও শোক জানিয়েছেন। তারকা এই ফরোয়ার্ডের এমন মর্মান্তিক বিদায় মেনে নিতে পারছেন না এই পর্তুগিজ অধিনায়ক।
আরও পড়ুন:
» মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে লিভারপুলের ট্রফিজয়ী তারকা
» ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার বিশ্বকাপে খেলার হাতছানি
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘এসবের কোনো মানে হয় না। কয়েকদিন আগেই আমরা জাতীয় দলে একসঙ্গে খেলেছি। সম্প্রতি তুমি বিয়ে করেছো।’
জোতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রোনালদো লিখেছেন, ‘তোমার পরিবার, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমি সমবেদনা জানাই এবং তাদের জন্য বিশ্বের সমস্ত শক্তি কামনা করি। আমি জানি তুমি সব সময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও, দিয়েগো জোতা এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’
ক্লাব ও জাতীয় দলের ডিউটি শেষে ছুটি কাটাচ্ছিলেন জোতা। বৃহস্পতিবার রাতে স্পেনে ভাইকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং আগুন লেগে যায়। এরপর ঘটনাস্থলেই নিহত হন জোতা ও তার ভাই।
ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৫/বিটি
