Connect with us
ফুটবল

মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে লিভারপুলের ট্রফিজয়ী তারকা

Diego Jota
রোনালদো ও সালাহর মতো তারকার সতীর্থ ছিলেন জোতা। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত মৌসুমেও জিতেছিলেন দুটি ট্রফি। বয়সও ছিল কম। মাত্র ২৮ বছরের এই তারকা ফুটবলার পরপারে পাড়ি জমালেন আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায়। স্পেনের জামোরায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। স্কাই স্পোর্টস ও মার্কাসহ বিভিন্ন গণমাধ্যমে এসেছে তার মৃত্যুর খবর।

এবারের মৌসুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জিতেছেন জোতা। দুটি চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষের ছুটি কাটাচ্ছিলেন। সেই সুখের স্মৃতি নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এই ঘটনায় নিহত হয়েছেন তার ভাই আন্দ্রেও। তিনিও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন।

স্কাই স্পোর্টসের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ভাই আন্দ্রেকে নিয়ে নিজে গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় রাত পৌনে একটার দিকে জামোরা প্রদেশে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তখন মুহূর্তেই আগুন ধরে গেলে ভাইসহ প্রাণ হারান জোতা।


আরও পড়ুন

» ৪৪ বছরেও গোল পোস্টের অতন্দ্র প্রহরী, কে এই ব্রাজিলিয়ান?

» এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ, অভিনন্দন জানালেন ড. ইউনূস


মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল উলভস থেকে ২০২০ সালে ৪১ মিলিয়ন ইউরোয় লিভারপুলে যোগ দেন জোতা। ১৮২ ম্যাচে করেছেন ৬৫টি গোল। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ছাড়াও জোতা জিতেছেন এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও দুটি কারাবাও কাপ। পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচ খেলেই থামলো জোতার যাত্রা।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল