Connect with us
ফুটবল

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ, অভিনন্দন জানালেন ড. ইউনূস

Bangladesh AFC Women's Asian Cup dr yunus
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

১৯৮০ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে নারী ফুটবল দলের কখনো এশিয়ার শীর্ষ আসরে খেলার অভিজ্ঞতা ছিল না। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আফঈদা-ঋতুপর্ণারা গড়লেন নতুন ইতিহাস- প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল বাংলাদেশ।

বুধবার (২ জুলাই) র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল বাংলাদেশ।

এরপর চোখ ছিল গ্রুপ ‘সি’-এর অপর ম্যাচে-বাহরাইন বনাম তুর্কমেনিস্তান। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের।


আরও পড়ুন

» ৭৩ ধাপ এগিয়ে থাকা দলকেও হারিয়ে দিলো বাংলাদেশ

» যে কারণে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান দলগুলো এতো ভালো খেলছে


আগামী শনিবার বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। ওই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়ান কাপে খেলা নিশ্চিত। কারণ, মিয়ানমার যদি বাহরাইনকে হারিয়েও দেয়, তখন তিন দলেরই পয়েন্ট সমান হবে। কিন্তু হেড-টু-হেড বিবেচনায় এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই।

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল বাছাইপর্ব থেকে এশিয়ান কাপের মূল পর্বে ওঠা প্রথম দল হিসেবে নাম লেখালো। ২০২৬ সালের আসরের চূড়ান্ত পর্বে ১২টি দল খেলবে। এর মধ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সর্বশেষ আসরের সেরা তিন দল- জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন আগে থেকেই নিশ্চিত ছিল। বাকি আটটি জায়গা বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ।

প্রধান উপদেষ্টার অভিনন্দন

এত বড় সাফল্যে দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এক শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।

তিনি আরও আশা প্রকাশ করেন, এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত করবে।

ক্রিফোস্পোর্টস/০৩জুলাই২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল