Connect with us
ফুটবল

৭৩ ধাপ এগিয়ে থাকা দলকেও হারিয়ে দিলো বাংলাদেশ

BD Football
১৮ মিনিটে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশকে আনন্দে ভাসিয়ে দেন।

জয় দিয়ে এফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও চমক দেখিয়েছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে আজ স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারিয়েছে ঋতুপর্ণা-শামসুন্নাহররা। ফিফা র‌্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা দলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ।

প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটি করে দুটি গোল করে বাংলাদেশ। দুটি গোলই আসে ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমার পা থেকে। ৮৯ মিনিটে মায়ানমারের উইন উইন একটি গোল শোধ করেন। তবে শেষ বাশি বাজা পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে শেষ হয় খেলা।

এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশ। মায়ানমার হারিয়েছিল তুর্কমেনিস্তানকে। গ্রুপের শেষ ম্যাচে আগামী ৫ জুলাই তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।


আরও পড়ুন:

» ২০ বছর ও ৩৩১ ম্যাচ পর অভিনব ঘটনা ঘটল বাংলাদেশের ক্রিকেটে

» বাইরাইনকে ৭-০ গোলে হারিয়ে বাছাইপর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের


বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশকে আনন্দে ভাসান ঋতুপর্ণা চাকমা। পরের গোলটাও আসে তার পা থেকেই। ঋতুর জোড়া গোলে প্রথমবার এএফসি এশিয়ান কাপ খেলার দ্বারপ্রান্তে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী বছর অস্ট্রেলিয়ার মাঠে বসবে এই টুর্নামেন্ট।

ম্যাচের ১৮ মিনিটের মাথায় দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন ঋতু। বারবার আক্রমণ করে বাংলাদেশকে কোনঠাসা করছিল মায়ানমারও। কিন্তু গোলরক্ষক রূপনা চাকমা ছিলেন অতন্দ্র প্রহরীর ভূমিকায়। পরে ম্যাচের ৭০ মিনিটে আরেক গোলে দলের ব্যবধান দ্বিগুণ করেন রূপে-গুণে অতুলনীয় ঋতুপর্ণা।

দুই ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে গেল লাল-সবুজের দল। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ড্র করলেও এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের। যা হবে এক নতুন ইতিহাস।

শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলেও সুযোগ টিকে থাকবে। সেক্ষেত্রে ওই গ্রুপের মায়ানমার-বাহরাইন ম্যাচের দিকে চোখ রাখতে হবে পিটার বাটলারকে। আগামী ৫ জুলাইয়ের আগ পর্যন্ত স্বস্তিতেই থাকবেন নারী ফুটবলাররা।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল