Connect with us
ক্রিকেট

২০ বছর ও ৩৩১ ম্যাচ পর অভিনব ঘটনা ঘটল বাংলাদেশের ক্রিকেটে

BD FAN
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম শক্তি সমর্থকরা। ছবি- সংগৃহীত

সর্বশেষ ২০০৫ সালে যে ঘটনা ঘটেছিল, ২০ বছর পর আবার সেই ঘটনা ঘটলো বাংলাদেশের ক্রিকেটে। কেননা এই ২০ বছরের প্রতিটা ওয়ানডে ম্যাচের একাদশে পঞ্চপাণ্ডবের অন্তত একজন হলেও একাদশে ছিলেন। কিন্তু আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে নেই- মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ কিংবা মুশফিকুর রহিম।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস করেছেন মেহেদি হাসান মিরাজ। দেশের ক্রিকেটে তার ওয়ানডে নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজ। এর আগে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রঙিন সময়ে ফেরার ম্যাচে পঞ্চপাণ্ডবের কাউকেই পাচ্ছেন না মিরাজ।

এই ২০ বছরের মধ্যে ৩৩১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। পঞ্চপাণ্ডবের যেকোনো অন্তত একজন নেই- সর্বশেষ এমন ওয়ানডে ২০০৫ সালে খেলেছিল বাংলাদেশ। ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৬ উইকেটে হেরেছিল টাইগাররা। আজ সেই কলম্বোর মাঠেই পঞ্চপাণ্ডবহীন ম্যাচ খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা।


আরও পড়ুন:

» ওয়ানডেতে মিরাজের নেতৃত্ব শুরু, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ


ওই ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, তুষার ইমরান, খালেদ মাসুদ পাইলদ. মানজারুল ইসলাম, সৈয়দ রাসেল ও তাপস বৈশ্য।

মাশরাফি বিন মর্তুজার ২০০১ সালে অভিষেক হলেও ওই সিরিজের দলে ছিলেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ন্যাটওয়েস্ট সিরিজের পর বিশ্রামে ছিলেন ম্যাশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অভিষেক ২০০৬ সালে। আর তামিম ও মাহমুদউল্লাহর অভিষেক হয়েছিল ২০০৭ সালে। দীর্ঘদিন পর অভিনব এক ঘটনা ঘটলো বাংলাদেশের ক্রিকেটে।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট