Connect with us
ক্রিকেট

ওয়ানডেতে মিরাজের নেতৃত্ব শুরু, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

TOSS
আগের দিন ফটোসেশনে দুই দলের দুই অধিনায়ক মিরাজ ও আসালাঙ্কা। ছবি- ফেসবুক

শ্রীলঙ্কা সাদা পোশাকের ক্রিকেটে সিরিজ খোয়ানোর পর রঙিন পোশাকের সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বে মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব ‍শুরু হয়েছে। এই ম্যাচে টস হেরেছেন মিরাজ। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথা আসালাঙ্কা।

২০ বছর এবং ৩৩১টি ওয়ানডে ম্যাচ পর প্রথমবারের মতো বাংলাদেশ পাঁচজন সিনিয়র খেলোয়াড় – ‘সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকুর এবং মাহমুদউল্লাহ’ – কে ছাড়া ওয়ানডে খেলছে বাংলাদেশ। এই ৩৩১টি ম্যাচে পঞ্চপাণ্ডবের মধ্যে অন্তত একজন প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন। শেষবার বাংলাদেশ এই দুটি ম্যাচ ছাড়াই ওয়ানডে খেলেছে।

শ্রীলঙ্কা তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছে। খেত্তারামার মাঠে এটি বিরল ঘটনা। টেস্টে চমক দেখানো মিলান রথনায়েকের ওয়ানডে অভিষেক হয়েছে আজ। বাংলাদেশ একাদশেও রয়েছে তিনজন পেসার। তানজিম সাকিব ও তাসকিন আহমেদের সাথে আছেন মুস্তাফিজ। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে স্পিনার তানভীর ইসলামের।


আরও পড়ুন:

» শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ

» যে কারণে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান দলগুলো এতো ভালো খেলছে


শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা,  কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক),  জেনিথ লিয়ানাগে, মিলান রথনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসেনা, এশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান,  পারভেজ হোসেন,  নাজমুল হোসেন শান্ত,  লিটন দাস (উইকেটরক্ষক),  তৌহিদ হৃদয়,  মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক),  জাকের আলী,  তানজিম হাসান সাকিব,  তাসকিন আহমেদ,  তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট