Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ

Bangladesh ODI team
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সকল ফরমেটে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে ভরাডুবি। যার ফলে ওয়ানডে সংস্করণে লাল-সবুজের প্রতিনিধিরা নেমে এসেছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের দশম অবস্থানে। তবে এবার শ্রীলঙ্কা সিরিজেই নিজেদের অবস্থানের উন্নতি করার সুবর্ণ সুযোগ পেয়েছে টাইগাররা।

গেল মাসে প্রকাশিত আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। এক ধাপ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। আর এতেই টাইগারদের সামনে সুযোগ থাকছে শ্রীলঙ্কা সিরিজে ভালো করে তাদের টপকে যাওয়ার।

বর্তমান পরিস্থিতিতে যদি মেহেদী হাসান মিরাজের দল শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ করে তবে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে আসবে বাংলাদেশ। আর যদি ২-১ ব্যবধানে সিরিজ জয় করে, তবে ৮০ রেটিং পয়েন্ট নিয়ে এগোবে তারা।


আরও পড়ুন:

» এশিয়ান কাপের লক্ষ্য পূরণে আজ মাঠে নামছে বাংলাদেশ

» বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই, খেলা দেখা যাবে যেখানে


তিন ম্যাচের সিরিজে অন্তত এক ম্যাচ জিতলেও সুখবর পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং পয়েন্ট নিয়েও তাদের টপকে যাবে টাইগাররা। আর আগস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় তাদের পয়েন্টে আসবে না তেমন কোন পার্থক্য।

তবে এই সিরিজে যদি বাংলাদেশ কোন ম্যাচ জিততে না পারে, তবে তাদের রেটিং পয়েন্ট নেমে আসবে ৭৪-এ। যদিও এতে দশম অবস্থানেই টিকে থাকবে টাইগাররা। আর এই সিরিজে অন্তত এক ম্যাচ হারলেই চতুর্থ অবস্থান থেকে র‌্যাঙ্কিংয়ের পঞ্চমে নেমে আসবে শ্রীলঙ্কা। আর এক ধাপ এগোবে পাকিস্তান।

উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটিতে বিকেল তিনটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে উভয় দল। সিরিজের পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে ৫ ও ৮ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজরা।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট