
বাংলাদেশ নারী ফুটবল দলের আগে কখনো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি। এবার যেন সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই এগিয়ে চলেছে লাল সবুজের প্রতিনিধিরা। ধারাবাহিকভাবে দক্ষিণ এশিয়ায় সাফল্য অর্জনের পর এবার বাঘিনীদের চোখ এশিয়ান কাপে। আর সেই পথে এগিয়ে যেতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
মিয়ানমারে চলমান এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপ থেকে খেলছে ঋতুপর্ণারা। যেখানে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষেই লড়বে তারা। নিজেদের প্রথম ম্যাচে এই দলটি তুর্কমেনিস্তানকে হারিয়েছিল ৮-০ গোলের বড় ব্যবধানে।
» বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই, খেলা দেখা যাবে যেখানে
তাই বলাই যায় চার দলের এই গ্রুপে বাংলাদেশের সব থেকে বড় বাধা মিয়ানমার। আজ তাদের পরাজিত করতে পারলে এশিয়ান কাপের মূল পর্বে খেলা লাল-সবুজের প্রতিনিধিদের জন্য হয়ে যাবে অনেকটাই সহজ। তবে কাজটা যে এতটাও সহজ হবে না তা আন্দাজ করাই যায়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার।
আরও পড়ুন:
» বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই, খেলা দেখা যাবে যেখানে
» ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা মিরাজের টার্গেট
চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়। গ্রুপে প্রতিটি দল খেলেছে একটি করে ম্যাচ। যেখানে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান ৩ পয়েন্ট নিয়েই শীর্ষে আছে মিয়ানমার। এদিকে আজ স্বাগতিকদের হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আর এমনটা হলে শেষ ম্যাচে অন্তত ড্র করলেও ঋতুপর্ণাদের আর টপকাতে পারবেনা মিয়ানমার।
বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। বাছাইপর্ব খেলতে আট গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে মোট ৩৪টি দল। যাদের মধ্য থেকে প্রতি গ্রুপের একমাত্র চ্যাম্পিয়ন হিসেবে ৮ দল পেরিয়ে আসবে বাছাইপর্ব। আর স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও ২০২২ আসরে শীর্ষ ৩ দল― জাপান, চায়না ও দক্ষিণ কোরিয়া সরাসরি অংশ নেমে এশিয়ান কাপে।
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৫/এফএএস
