Connect with us
ক্রিকেট

২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা মিরাজের টার্গেট

Mehidy Hasan Miraz in press conference
প্রেস কনফারেন্সে মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

ওয়ানডেতে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট। যেখানে দলের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। আগেও টাইগারদের অধিনায়কত্ব করেছেন এই ক্রিকেটার; তবে তা ছিল ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে। এবারই প্রথম দীর্ঘমেয়াদে নেতৃত্ব পেয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। তার আগে জানালেন নিজেদের লক্ষ্যের কথা।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার অধিনায়ক মিরাজ। যেখানে তিনি জানিয়েছেন ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার টার্গেট নিয়ে এগোবেন তারা।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি যেটা বললেন যে প্রতিটা ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু (২০২৭ ওয়ানডে) বিশ্বকাপে কোয়ালিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেরা ৮ দল সরাসরি যাবে। আমাদের টার্গেট এটাই থাকবে যেন আমরা সরাসরি বিশ্বকাপে যেতে পারি। সামনে যে ম্যাচ আছে, সিরিজ আছে সেগুলো জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংটাও খুব গুরুত্বপূর্ণ।’


আরও পড়ুন:

» ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে প্রতিপক্ষ চূড়ান্ত, কে কার মুখোমুখি?

» জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে রিয়াল


তবে বেশি গুরুত্ব দিতে গিয়ে চাপ নেওয়া যাবে না, সেটাও মনে করিয়ে দিলেন মিরাজ, ‘এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। এই চিন্তা করে যদি আমরা চাপ নিয়ে ফেলি এটাও কঠিন। ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করি, বিশ্বকাপের আগে সামনে অনেক ওয়ানডে আছে। শুরুটা ভালো করতে পারলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।’

অধিনায়ক হিসেবে সতীর্থদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মেরাজ বলেন, ‘অবশ্যই ক্যাপ্টেন হিসেবে প্রথম লক্ষ্য দলকে রেজাল্ট করানো। সবাই দলের জন্য খেলবে। ব্যক্তিগত অর্জনের চেয়ে দল হিসেবে ভালো করা খুব গুরুত্বপূর্ণ। এই মেসেজ সবার কাছে থাকবে এবং অনুপ্রেরণা এটাই থাকবে আমার কাছে মনে হয়।’ আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট